For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুশ অস্ত্র কেনায় ভারতকে কি ছাড় দেবে আমেরিকা, জিম ম্যাতিসের বক্তব্যে জল্পনা

রাশিয়ার থেকে অস্ত্র কেনার বিষয়ে কয়েকটি দেশএর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষপাতি জিন ম্যাতিস। সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এ নিয়ে তিনি চিঠিও দিয়েছেন।

Google Oneindia Bengali News

ভারতের নাম করলেন না, কিন্তু আরও একবার আমেরিকার সেক্রেটারি অব ডিফেন্স জিম ম্যাতিস 'কিছু দেশ'-এর উপর থেকে রুশ অস্ত্র কেনার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করলেন। তাঁর মতে এই নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যেই অনেক দেশই সামরিক ক্ষেত্রে রুশ নির্ভরশীলতা কমিয়েছে। এখন তাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আরও কাছে পাবে।

রুশ অস্ত্র কেনায় ভারতকে কী ছাড় দেবে আমেরিকা

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান সেনেটর জন ম্যাককেইনকে চিঠি দিয়েছেন ম্যাতিস। কোন কোন দেশকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা যায় তা নির্ধারণের ক্ষমতা সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওকে দায়িত্ব দেওয়া হোক বলে দাবি করেছেন ম্যাতিস।

তিনি স্বীকার করে নিয়েছেন এই নিষেধাজ্ঞা আরোপে বিভিন্ন অঞ্চলে আমেরিকার সঙ্গীরাই বিপদে পড়েছে। এতে করে তারা আমেরিকার পাশ থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা করেন ম্যাতিস। তবে শুধু ম্যাতিস নন, আমেরিকার অনেক আইনপ্রণেতাই ভারতের মতো দেশকে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস বা কাতসা আইনের বাইরে রাখতে চান।

ভারতও জানিয়ে দিয়েছে ওই নিষেধাজ্ঞা আমেরিকার জারি করা, রাষ্ট্রসঙ্ঘের নয়। এবং রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার বিষয়ে তাদের চুক্তি ইতিমধ্যেই প্রায় পাকা হয়ে গিয়েছে। কাজেই ৩৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৫ টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ভারত কিনবেই।

English summary
US Defense Secretary Jim Mattis has sought waivers from sanctions on some countries regarding buying Russian arms.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X