For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে জামার হাতা গুটিয়ে দুই পাইলটের মারামারি, লন্ডন-মুম্বই বিমানে হুলুস্থুল

নতুন বছরের শুরুর দিনেই জেট এয়ারওয়েজের বিমানে বিতর্ক। লন্ডন-মুম্বই বিমানের দুই সিনিয়র পাইলট মাঝ আকাশে মারামারি করে কোপের মুখে পড়লেন। দুজনকেই সরিয়ে নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুর দিনেই জেট এয়ারওয়েজের বিমানে বিতর্ক। লন্ডন-মুম্বই বিমানের দুই সিনিয়র পাইলট মাঝ আকাশে মারামারি করে কোপের মুখে পড়লেন। দুজনকেই সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। ককপিটের মধ্যে মাঝ আকাশে দুজনে মারপিট করেন বলে অভিযোগ।

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, লন্ডন-মুম্বই বিমানে হইচই

একজন লেডি কম্যান্ডার বিমান চালাচ্ছিলেন। সহকারি পাইলট একজন ছিলেন। অভিযোগ, তিনিই মহিলাকে চড় মারলে পাইলট কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন। বিমান তখন মাঝ আকাশে উড়ে চলেছে।

বিমানের সমস্ত কেবিন ক্রু সদস্যরা পাইলটকে নিজের আসনে ফেরত যেতে অনুরোধ করেন। বিমানের চালকের সিটে বসে নিয়ন্ত্রণ হাতে নিতে বলেন। বিমানে তখন প্রচুর যাত্রী ছিলেন।

যদিও শেষ পর্যন্ত বিমান সফলভাবে অবতরণ করে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনে এই বিষয়টি উত্থাপিত হলে সঙ্গে সঙ্গে সহ পাইলট পুরুষকর্মীর লাইসেন্স সাসপেন্ড করা হয়। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানটি ৩২৪জন যাত্রী ও ১৪জন ক্রু মেম্বার নিয়ে ৯ ঘণ্টার উড়ানে লন্ডন থেকে মুম্বই আসছিল। বিমান লন্ডনের আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।

English summary
Jet Airways grounds two senior pilots for fighting in cockpit of London-Mumbai flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X