For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রমনার বটতলে শুরু জাতীয় পিঠে উৎসব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পাটিসাপটা
ঢাকা, ৬ ফেব্রুয়ারি: রমনার বটমূলে বৃহস্পতিবার থেকে শুরু হল জাতীয় পিঠে উৎসব। চলবে শনিবার পর্যন্ত।

জাতীয় পিঠে উৎসবের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, শেখ হাসিনার আগ্রহেই এই পিঠে উৎসব আজ জাতীয় মর্যাদা পেয়েছে। তাই তাঁকে অসংখ্য ধন্যবাদ। তিনি বলেন, পিঠেপুলি হল বঙ্গ সংস্কৃতির অঙ্গ। কিন্তু, তা আজ বিলুপ্তির পথে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।

প্রসঙ্গত, আর ১৫ দিন পরই অমর একুশে ফেব্রুয়ারি। তার আগে যথারীতি সেজে উঠেছে রমনা। জাতীয় পিঠে উৎসবের আকষর্ণ এতটা অমোঘ যে, ভিড় জমিয়েছেন বিদেশিরাও। বিশেষত ইউরোপীয়, মার্কিনরা। প্রথমত, পিঠে জিনিসটা তাঁদের কাছে একদম অপরিচিত। দ্বিতীয়ত, একই খাবারের এত ধরনের রকমফের দেখে তাঁরা অবাক। তা অবশ্য হওয়ারই কথা। কী নেই এখানে! ভাজাপিঠে, সেদ্ধপিঠে, দুধপুলি, পাটিসাপটা, গুড়পিঠে, ঝুমঝুমিপিঠে ইত্যাদি!

স্বাদে-গন্ধে বাহারি পিঠে চেখে সবার একটাই প্রতিক্রিয়া। ওয়াহ, ওয়াহ!

English summary
Jatiyo Pithe Utsab begins in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X