For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫৯ ঘণ্টা ওভারটাইম করে 'মৃত' জাপানি মহিলা

জাপানে একমাসে ১৫৯ ঘণ্টা ওভারটাইম করতে গিয়ে মারা গিয়েছেন এক মহিলা। ৩১ বছর বয়সী মিয়া সাডো জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র সদর দফতরে কাজ করতেন।

  • |
Google Oneindia Bengali News

জাপানের কর্মসংষ্কৃতি সারা পৃথিবীর অন্য দেশের থেকে আলাদা। এখানে ওভারটাইমে কাজ করাটাই দস্তুর। কেউ সময়ে অফিস থেকে বেরতে পারেন না। প্রয়োজনে এক সপ্তাহ এমনকী তারও বেশি অফিসে কাটিয়ে দিতে হয়। কাজের চাপ এমনই।

১৫৯ ঘণ্টা ওভারটাইম করে 'মৃত' জাপানি মহিলা

এই করতে গিয়েই জাপানে একমাসে ১৫৯ ঘণ্টা ওভারটাইম করতে গিয়ে মারা গিয়েছেন এক মহিলা। ৩১ বছর বয়সী মিয়া সাডো জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র সদর দফতরে কাজ করতেন।

মিয়ার হার্টের সমস্যা ছিল। তা সত্ত্বেও একমাসে ১৫৯ ঘণ্টা ওভারটাইম করেন তিনি। ছুটি নেন মাত্র ২ দিন। যার ফলে এই করুণ পরিণতি ঘটেছে। সহকর্মীরাই মিয়ার মৃত্যুর খবর সামনে আনেন।

এই ঘটনায় জাপানি সরকার ও সংস্থার উপরে বেশ চাপ বাড়ল। এত বেশি সময় কাজ করার ফলে অনেকেই অসুস্থ তো হচ্ছেনই পাশাপাশি মৃত্যুর সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফলে কাজ ও বিশ্রামের সমতা তৈরি করার দাবি ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে।

এর আগে ২০১৫ সালে মাতসুরি তাকাহাসি নামে এক ২৪ বছরের যুবতী আত্মহত্যা করেন। কাজের চাপে অবসাদে তিনি আত্মহত্যা করেন। কারণ সেই মাসে ১০০ ঘণ্টার বেশি ওভারটাইম করে ফেলেছিলেন তিনি। এভাবেই ২০১৬ সালে ২ হাজার জাপানি কাজের চাপে আত্মহনন করেছেন। এই অবস্থা থেকে কবে বেরিয়ে আসবে জাপান তা ঠিক করতে হবে শিনজো আবে সরকারকেই।

English summary
Japanese woman ‘dies from overwork’ after logging 159 hours overtime in a month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X