For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন শত্রুতা করলেও সংকটকালে ভারতের পাশে জাপান! করোনা বিপদে টোকিও যেভাবে সাহায্য করছে দিল্লিকে

চিন শত্রুতা করলেও সংকটকালে ভারতের পাশে জাপান! করোনা বিপদে টোকিও যেভাবে সাহায্য করছে দিল্লিকে

  • |
Google Oneindia Bengali News

দুটি দেশই এশিয়ায় ভারতের প্রতিবেশী। একজনের নেশা যখন বিস্তারবাদের হাত ধরে এলাকর পর এলাকা রক্তাক্ত করা , তখন অন্যজন ভারতের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল। চিনের নিম্নমানের শত্রুতার পাশেই ভারতের বিপদে সাহায্যের হাত বাড়ালো জাপান। লক্ষ্য কোভিড বিপদ থেকে ভারতকে রক্ষা করা।

 জাপান কী করেছে?

জাপান কী করেছে?

করোনার জেরে প্রবল আর্থিক সংকটে ভারত। বহু উৎপাদন ক্ষেত্র, কলকারখানা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে একাধিক পরিষেবা ধর্মী ইন্ডাস্ট্রি। এমন অবস্থায় ভারতের আর্থিক মদতে এগিয়ে এসেছে জাপান।

টোকিওর মদত নয়া দিল্লিকে

টোকিওর মদত নয়া দিল্লিকে

টোকিওর তরফে নয়াদিল্লির জন্য ঋণ আনুমোদিত হয়েছে। যাতে করোনা সংকটকে ভারতে কাটিয়ে উঠতে পারে, তার জন্য ৩,৫০০ কোটি টাকার ঋণ জাপান ভারতকে দিচ্ছে বলে খবর। ১৫ বছরে ০.১ শতাংস হারে এই ঋণ ভারতকে মেটাতে হবে বলে জানানো হয়েছে।

জাপানের ঋণের টাকায় কী কী হবে?

জাপানের ঋণের টাকায় কী কী হবে?

জাপান থেকে নেওয়া ঋণের টাকায় ভারতে তৈরি হবে হাসপাতাল। বহু সরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ড বাড়ানোর জন্য যে অর্থের প্রয়োজন, তা জাপানের দেওয়া ঋণের টাকা থেকে তৈরি হবে।
এছাড়াও দেশে দীর্ঘস্থায়ী উন্নয়নের রাস্তায় এই পদক্ষেপ সাহায্য করবে।

ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লক্ষের খুব কাছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯, ৯২১ জন। মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এদিন করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬,৯১, ১৬৬ জন। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৬৫ হাজারের গণ্ডি। এদিন সকালে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৫,২৮৮-এ।

লাদাখে উঁচু এলাকা দখলের চেষ্টায় ড্রাগন বাহিনী! চিনের নিশানায় এবার কোন এলাকা লাদাখে উঁচু এলাকা দখলের চেষ্টায় ড্রাগন বাহিনী! চিনের নিশানায় এবার কোন এলাকা

English summary
Japan to extend emergency loan to India in support Country's fight against COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X