For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানে অফিসে ওভারটাইমের জেরে প্রাণ যাচ্ছে প্রতি ৫ জনে ১ জনের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

টোকিও, ৮ অক্টোবর : পানের কর্মসংষ্কৃতির সঙ্গে বাকী বিশ্বের কর্মসংষ্কৃতি কোনওদিক থেকেই মেলে না। এখানে প্রতিটি অফিসে ওভারটাইম করাটাই যেন রীতি। সকালে অফিসে এলে কখন বাড়ি ফিরবেন তা কেউ জানে না। অনেকে দিনের পর দিন অফিসে থেকে যান, সপ্তাহান্তে অথবা মাসের শেষে বাড়ি ফেরেন। [১০১ বছর বয়সে অবসর এক জাপানির]

আর এসবের জেরেই ভয়ঙ্কর বিপদে পড়েছেন জাপানিরা। জানা গিয়েছে, প্রতি ৫ জনে একজন জাপানি অফিসে ওভারটাইমের জেরে মৃত্যুর আশঙ্কায় ভুগছে। প্রতি পাঁচজনে একজনের মৃত্যু ভয় রয়েছে বলে সেদেশের নতুন সরকারি সমীক্ষায় উঠে এসেছে। [১২ হাজার নারীর সঙ্গে যৌন সম্পর্ক করে গ্রেফতার এক জাপানি শিক্ষক]

জাপানে অফিসে ওভারটাইমের জেরে প্রাণ যাচ্ছে প্রতি ৫ জনে ১ জনের

রিপোর্ট বলছে, অত্যধিক কাজের ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, আত্মহত্যার মতো ঘটনায় বহু মানুষ প্রাণ জাপানে হারাচ্ছেন। এছাড়াও নানা প্রাণঘাতী রোগে ভুগছেন অনেকে। [প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!]

জাপানে অত্যধিক কাজের ফলে কতজন মানুষ প্রাণ হারাচ্ছেন তা জানিয়ে একটি সমীক্ষা শ্বেতপত্রের আকারে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার। জাপানি ভাষায় এই শ্বেতপত্রের নাম 'কারোশি'। [জেনে নিন জাপানিরা কেন হয় দীর্ঘায়ু]

এই সমীক্ষা অনুযায়ী, ডিসেম্বর ২০১৫ থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত সময়ে সমীক্ষা চালানো হয়েছে। বহু কোম্পানি জানিয়েছে তাদের বহু এক্সিকিউটিভ মাসে ৮০ ঘণ্টারও বেশি সময় শুধু ওভারটাইম করেন।

আরও জানা গিয়েছে, ২১.৩ শতাংশ জাপানি চাকুরিজীবীরা সপ্তাহে গড়ে কম করে ৪৯ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬.৪ শতাংশ, ব্রিটেনে ১২.৫ শতাংশ ও ফ্রান্সে ১০.৪ শতাংশ মানুষ ওভারটাইম করেন।

English summary
Japan's one fifth of employees at risk of death from overwork
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X