For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিষেক হল জাপানের সম্রাট নারুহিতোর

জাপানের সম্রাট নারুহিতো গত মে মাসের শুরুতে সিংহাসনে আরোহণ করলেও, তাঁর আনুষ্ঠানিক অভিষেক হল আজ।

Google Oneindia Bengali News

জাপানের সম্রাট নারুহিতো গত মে মাসের শুরুতে সিংহাসনে আরোহণ করলেও, তাঁর আনুষ্ঠানিক অভিষেক হল আজ। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে স্মারক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্রাটের আনুষ্ঠানিক সিংহাসন আরোহণ পর্বের প্রথম অংশটি শেষ হয়।

১৮০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিষেক হল জাপানের সম্রাট নারুহিতোর

জাপানি ভাষায় 'সোকুই নো রেই' নামে পরিচিত এই অনুষ্ঠানটি জাপানে নতুন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। প্রথম থেকেই জাঁকজমকের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। মোট ১৮০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। বিদেশি অতিথিদের অনেকেই অনুষ্ঠানের কয়েক দিন আগেই টোকিও এসে পৌঁছান।

আজ মূল অনুষ্ঠানটি টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে অনুষ্ঠিত হয়। সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো পূর্ণাঙ্গ রাজকীয় সাজপোশাক পরে সেখানে অতিথিদের সামনে উপস্থিত হন। শুরুতে সম্রাট নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করে একটি বিবৃতি পাঠ করে শোনানো হয়। এরপর প্রধানমন্ত্রী শিনজো আবে একটি অভিনন্দন বার্তা পাঠ করেন। অতিথিরা এরপর সমবেতভাবে 'বানজাই' ধ্বনি তুলে সম্রাটের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে জাপানি পানীয় 'সাকে' পান করেন।

জাপানের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারকমণ্ডলী এবং পার্লামেন্ট সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ব্রিটেনের যুবরাজ চার্লস, চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চি-শান এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়েওন।

সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য মোট খরচের পরিমাণ নির্ধারণ করা হয়েছে আনুমানিক ১ হাজার ৬০০ কোটি ইয়েন। অভিষেকের সঙ্গে সম্পর্কিত চারটি অনুষ্ঠানের মধ্যে আছে সম্রাটের প্রাসাদে আয়োজিত সিংহাসন আরোহণ সংক্রান্ত ঘোষণা, আনুষ্ঠানিক অভিষেকের পর মোটরগাড়ি শোভাযাত্রা, সম্রাটের প্রাসাদের দেওয়া ভোজসভা এবং প্রধানমন্ত্রীর ভোজসভা। তবে গত সপ্তাহে জাপানের উপর আঘাত হানা সামুদ্রিক ঝড় হাগিবিসের কারণে হওয়া ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে মোটরগাড়ি শোভাযাত্রার অনুষ্ঠানটি নভেম্বর মাসের ১০ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে।

 সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন জাস্টিন ট্রুডো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন জাস্টিন ট্রুডো

English summary
Japan's emperor Naruhito Ascends to throne in century old ceremony in Tokyo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X