For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজের জামাতের নিশানায় ভারতীয় গোয়েন্দা থেকে সেনা কর্মীরা! নয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পরমাণু যুদ্ধ নিয়ে হুঙ্কার শোনা যাচ্ছে ইসলামবাদের তরফে। বারবার ইমরান প্রশাসনের মন্ত্রীরা ভারতের বিরুদ্ধে হিংসার বার্তা দিয়ে আসছেন। অন্যদিকে ইসলামাবাদে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গি শিবিরগুলির সঙ্গে মিলে ছক কষছে হামলার ভারতে নাশকতা ছড়াবার। এমন এক পরিস্থিতিতে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা ঘিরে এলে 'সতর্কতা' বার্তা।

 জামাত-লস্কর একযোগে হামলা!

জামাত-লস্কর একযোগে হামলা!

এক সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে, হাফিজ সইদের জামাত উদ দাওয়া ও আজহারের লস্কর ই তৈবা মিলে মিশে হামলা চালানোর পরিকল্পনায় রয়েছে ভারতে। তবে এবার তাদের নিশানায় ভারতীয় গোয়েন্দারা।

নিরাপত্তা বাহিনীকে সতর্কতা

নিরাপত্তা বাহিনীকে সতর্কতা

ভারতীয় নিরাপত্তবাহিনীর দিকে সতর্কতা জারি করে , সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলেছে, গোয়েন্দা বিভাগ 'র' ও ভারতীয় সেনাকে এবার আক্রমণের ছক কষছে পাকিস্তানের দুটি কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত ও লস্কর।

 পুলিশ কর্তাদের বাড়ি লক্ষ্য করে হামলার আশঙ্কা

পুলিশ কর্তাদের বাড়ি লক্ষ্য করে হামলার আশঙ্কা

পুলিশ কর্তা, প্যারামিলিটারি কর্তা তথা ভারতীয় গোয়েন্দাদের ব্যক্তিগত স্তরে গিয়ে হামলার ছক কষে চলেছে পাকিস্তানি জঙ্গি শিবির। এজন্য যাবতীয় কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

জঙ্গি জুনেদ, হামিদ, নাভিদদের নিকেশ

জঙ্গি জুনেদ, হামিদ, নাভিদদের নিকেশ

প্রসঙ্গত, কাশ্মীরে সেনা কর্তাদের নিশানায় রেখে হত্যার ছক কষেছিল কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা। তবে , মঙ্গলবার অবন্তীপোরায় এক এক এনকাউন্টারে নিকেশ করা হয় কাশ্মীরের আল কায়দা প্রধান হামিদ লেলহারিকে। সঙ্গে নিকেশ করা হয় ২ লস্কর জঙ্গি জুনেদ ও নাভিদকে। এরপরই সাফল্যের ঘোষাণরাা পাশাপাশি কাশ্মীর পুলিশ জানিয়ে দেয় উপত্যকা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আলকায়দা।

English summary
Jamat , Lashkar planning terror attacks against R&AW, Indian Army , says intelligence report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X