পাকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন 'জইশ'-এর নাম বদল! নয়া নেতা অসগর আসতেই তোলপাড়
জঙ্গি শিবিরে ক্ষমতার হস্তান্তর , আর তার জেরে জঙ্গি সংগঠনের নামের পরিবর্তন। পুলওয়ামার রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর থেকে জইশ প্রধান মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানের ওপর প্রবল চাপ বাড়িয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, জইশ শিবিরের অন্দরেও মাসুদ আজহারকে নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। অসুস্থ মাসুদকে সরিয়ে জইশ নতুন নেতা পেতেই, জঙ্গি শিবিরে ঘটে গিয়েছে বড় রদবদল।

জইশের নতুন নাম
জঙ্গি নেতা অসুস্থ মাসুদ আজহারের জায়গায় জইশ শিবিরের তখতে নতুন নাম মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আসগার। আর এই রউফ আসগর জঙ্গি শিবিরের নেতৃত্ব নিতেই জইশ-এ-মহম্মদের নাম পরিবর্তিত হয়ে দাঁড়ায়, মজলিস- উরাসা-এ -শুহাদা- জম্মু ওয়া কাশ্মীর। প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরকে পাখির চোখ করে এগিয়ে চলেছে জইশ।

মাসুদের ভাই আইসি ৮১৪ অপহরণের মূলচক্রী
জানা যায়, জইশ শিবিরের অন্যতম হোথা অসগর। কান্দাহারে ভারতীয় বিমাম অপহরনের অন্যতম মাস্টারমাইন্ড রউফ। বার বার যাকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আড়ালে রেখে গিয়েছে। আর বহুবার ভারত তাকে নিশানা করে গিয়েছে। এবার কাশ্মীর নিয়ে জঙ্গি নাশকতার নতুন ছকে ভারতের বিরুদ্ধে হাজির হতে চলেছে পাকিস্তানের জঙ্গি নেতা রউফ আজহার।

ভারতে আক্রমণের ছক
এবার ভারতে আক্রমণের ছকে ব্যস্ত পাকিস্তানের এই জঙ্গি সংগঠন। যে সময় ২৬ ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে ভারত এয়ার স্ট্রাইক চালায় , সেই সময় বালাকোটের কাছে জঙ্গি শিবির থেকে সরিয়ে নেওয়া হয় মাসুদ আজহারকে। পাকিস্তান সেই সময় তাকে নিরাপত্তার ঘেরাটোপে রেখেছিল। যাতে কোনও মতেই অসুস্থ মাসুদের ক্ষতি না হয়।
[ নির্বাচন কমিশনে 'দ্বিমত'! এবার কমিশনারের স্ত্রীকে আয়কর নোটিশ]
[ চিটফান্ড তদন্তে নয়া মোড়! রাজীব কুমারের চিঠি নিয়ে তোড়পাড়]