For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের মৃত্যুর হারে চিনকে ছাপিয়ে শীর্ষে ইতালি, ইউরোপ যেন মৃত্যু উপত্যকা

  • |
Google Oneindia Bengali News

করোনার মৃত্যুর হারে চিনকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল ইউরোপের দেশ ইতালি। এই মুহূর্তে চিনে যেখানে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৫ জন, সেখানে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন। এবং মনে করা হচ্ছে এই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আশঙ্কার কথা আগেই ঘোষণা করেছিল যে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ, তা যথার্থভাবে প্রমাণিত হয়ে গেল।

দেরিতে শুরু

দেরিতে শুরু

এই ভাইরাসের খবর ছড়ানোর সময় একেবারেই প্রথম সারিতে ছিল না ইতালি। বরং এই দেশে অনেক পরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ইতালিতে প্রথম সংক্রামিত রোগীর খোঁজ পাওয়া যায় ১৫ ফেব্রুয়ারি। সেদিন তিনজনের সংক্রমণ ধরা পড়ে। এরপরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্রমণের হার ছিল খুব কম। তবে সেদিন থেকেই সংক্রমণের হার বাড়তে থাকে। এবং এই মুহূর্তে তা বেড়ে ৪১ হাজার ৩৫ জনে পৌঁছে গিয়েছে।

প্রথম মৃত্যু

প্রথম মৃত্যু

ইতালিতে প্রথম এই মৃত্যুর ঘটনা ঘটে ২১ ফেব্রুয়ারি। তার আগে পর্যন্ত সংক্রমণে কেউ ইতালিতে মারা যাননি। এরপরে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত মাত্র ২৯ জন মারা গিয়েছিলেন। তবে মার্চ মাস পড়তেই প্রত্যেকদিন হু-হু করে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এবং এই কয়েকদিনের মধ্যেই তা চিনকে চাপিয়ে দিয়েছে।

নয়া রেকর্ড

নয়া রেকর্ড

১৮ মার্চ ইতালিতে একদিনে ৪৭৫ জন মারা গিয়েছেন সংক্রমণে। তার আগের তিনদিনে যথাক্রমে ৩৬৮ জন, ৩৪৯ জন ও ৩৪৫ জন মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ইতালিতে।

English summary
Italy surpasses China in Coronavirus death toll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X