করোনা রোগীরে সুস্থ হলেও নতুন কোন সমস্যার আশঙ্কা জন্ম নেয়! গবেষণায় নয়া তথ্য
ইতালির মিলানের স্যান রাফায়েল হাসপাতালের একটি নতুন গবেষণা বলছে, করোনা ভাাইরাসের জেরে মানুষ অসুস্থতা কাটিয়ে উঠলও, রোগীকে চোখে চোখে রাখতে হবে। সুস্থ হওয়া করোনা রোগীদের আরও বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে।

কোন ধরনের সমস্যা ?
ইতালির ওই গবেষণা অনুযায়ী, দেখা গিয়েছে করোনা আক্রান্ত রোগীদের মস্তিষ্কে কয়েকটি পরিবর্তন হয়। যে পরিবর্তন সাধারণত আরো বেশি মানসিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে রোগীকে।

কোন ধরনের মানসিক সমস্যা?
গবেষণার দাবি, অ্যাংজাইটি ছাড়াও মানসিক প্রবল অবসাদ করোনা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়াও অবসেসিভ কমপালসান ডিসঅর্ডার অনুযায়ী, মস্তিষ্কে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্যনীয় হয়ে ওঠে কোভিড রোগীদের জন্য।

সুস্থতার কতদিন পর দেখা যায় নয়া উপসর্গ?
বলা হচ্ছে একজন করোনা রোগী সম্পূর্ণ শারীরিক সুস্থ হওয়ার ২ দিন পর থেকেই মানসিক অবসাদে চলে যেতে পারেন। কারণ করোনা রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেমন সমস্যায় ফেলে দেয়, তেমনই তা মানসিক বিভিন্ন গতিবিধিকেও সমস্যায় ফেলতে পারে।

কাদের বেশি অবসাদ হয়?
গবেষণা বলছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি অবসাদ থাকতে পারে। গবেষণার এটাও দাবি যে এই অবসাদ কম বয়সীদের মধ্যে বেশি থাকে। পাশাপাশি ঘুমেরও সমস্যা হতে থাকে।
বাংলায় সম্পূর্ণ লকডাউন: কাল মধ্যরাতের পর কী কী নিয়ম পালনীয়! দেখুন একনজরে