For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েতি নয় ভাল্লুক! ৩২x১৫ ইঞ্চির পায়ের ছাপ নিয়ে প্রকাশ্যে নয়া তত্ত্ব

গত পরশু ভারতীয় সেনা এক টুইটার পোস্ট-এ হিমালয়ের বুকে রহস্যজনক এক পায়ের ছাপের ছবি দেয়। যে পায়ের ছাপের মাপ ৩২x১৫ ইঞ্চি। আর সেই পোস্ট-এই প্রশ্ন তোলা হয়, হিমালয়ের মাকালুর বেস ক্যাম্পে এই পায়ের ছাপ কার?

Google Oneindia Bengali News

গত পরশু ভারতীয় সেনা এক টুইটার পোস্ট-এ হিমালয়ের বুকে রহস্যজনক এক পায়ের ছাপের ছবি দেয়। যে পায়ের ছাপের মাপ ৩২x১৫ ইঞ্চি। আর সেই পোস্ট-এই প্রশ্ন তোলা হয়, হিমালয়ের মাকালুর বেস ক্যাম্পে এই পায়ের ছাপ কার?

ইয়েতি নয় ভাল্লুক! ৩২x১৫ ইঞ্চির পায়ের ছাপ নিয়ে প্রকাশ্যে নয়া তত্ত্ব

মাকালুর বেস ক্যাম্পে এক রহস্যজনক প্রাণীর পায়ের ছাপ দেখা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কল্পমানব ইয়েতির পায়ের ছাপ হতে পারে এগুলি। তবে এদিন নেপাল সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে , এই পায়ের ছাপ ভাল্লুকের। নেপাল সেনার দাবি, বন্য ভাল্লুকের পায়ের ছাপ এরকমই বড় হয়। আর হিমালয়ের বরফে সেই ভল্লুকেরই পায়ের ছাপ দেখা গিয়েছে।

হিমালয়ের বুকে পায়ের ছাপের এই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি সাংসদ তরুণ বিজয় দাবি করেন , ইয়েতিকে দানব আখ্যা না দিয়ে দেবতা আখ্যা দেওয়া উচিত। সেই মন্তব্য নিয়েও বেশ খানিক তোলপাড় চলে। তবে যাবতীয় বিতর্ক, সমালোচনা থামিয়ে এদিন নেপাল সেনার তরফে জানিয়ে দেওয়া হয় যে এটি ইয়েতি নয় বরং তা বন্য ভাল্লুকের পায়ের ছাপ।

English summary
It was a bear: Nepal Army rejects Indian Army Yeti claim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X