For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাকতালীয় হলেও সত্যি! ১০০ বছর অন্তর ফিরে আসে মহামারী প্রতি ২০ সালে, কিন্তু কেন

কাকতালীয় হলেও সত্যি! ১০০ বছর অন্তর প্রতি ২০ সালেই ফিরে আসে মহামারী, কিন্তু কেন

Google Oneindia Bengali News

প্রকৃতি কি প্রতি শতাব্দীতেই একবার করে এইভাবেF ফুঁসে ওঠে? ২০২০-তে করোনা নামক মহামারীর মুখোমুখি হয়ে এমনই জিজ্ঞাসা প্রতিটি মানুষের। কাকতালীয় হলেও সত্যি যে প্রতি ১০০ বছর অন্তর ফিরে আসে মহামারী। প্রতি শতাব্দীর ২০ সালে ঘটে যায় এমন এক ঘটনা, যার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে।

প্রতি ১০০ বছর অন্তর ফিরে আসে

প্রতি ১০০ বছর অন্তর ফিরে আসে

কিন্তু কেন প্রতি ১০০ বছর অন্তর ফিরে আসে বিশ্বব্যাপী মহামারী? তার কোনও সদুত্তর দিতে পারেননি বিশেষজ্ঞরা। কিন্তু প্রতি ১০০ বছর অন্তরই ঘটে চলেছে এই ঘটনা। অন্তত পরপর চার-পাঁচটি শতব্দীর ২০ সালে এই ধরনের মহামারী বা মড়কের ঘটনা ঘটেছে, যা কেড়ে নিয়েছে বহু প্রাণ।

১৭২০ সাল

১৭২০ সাল

১৭২০ সালে ইউরোপে ছড়িয়ে পড়েছিল প্লেগ। বিউবনিক প্লেগ নামে এই রোগের উৎস ছিল মার্সেইল। ক্রমেই এই বিউবনিক প্লেগ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আদতে তা পরিণত হয় ‘গ্রেট প্লেগ অফ মার্সেইল'-এ। একে বার অনেকে ব্ল্যক ডেথ বলেও নাম দিয়েছিল।

১৮২০ সাল

১৮২০ সাল

এর ঠিক এক বছর পরই ১৮২০ সালে মহামারীর আকার নেন কলেরা। এই কলেরার জেরে গোটা বিশ্বে মৃত্যু হয় চার কোটি মানুষের। মূলত চিন, রাশিয়া ও ভারতে এই কলেরা রোগের প্রকোপে এত লোকের প্রাণ যায়। অন্যান্য দেশেও প্রভাব পড়ে মহামারী কলেরার।

১৯২০ সাল

১৯২০ সাল

১৯২০ সালে থাবা বসায় স্প্যানিশ ফ্লু। দু-বছর ধরে এই মহামারী চলে। ২০১৮ সালে শুরু হয়ে ২০২০ সাল পর্যন্ত এই ফ্লুয়ের জেরে মৃত্যু হয় চার কোটি মানুষের। হু জানায়, মৃতের সংখ্যা আরও বেশি প্রায় ৫ কোটি। এই মহামারীতে বেশি মানুষ মারা গিয়েছিলেন, যাঁদের বয়স ২০ থেকে ৪০ বছর।

শ্মশানে পরিণত বহু দেশ

শ্মশানে পরিণত বহু দেশ

এই স্প্যানিশ ফ্লুতে রেহাই পাননি আমেরিকা-ইউরোপের দেশগুলি। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, মৃতদেহ একসঙ্গে নিয়ে সৎকার করা হয়েছিল। শ্মশানে পরিণত হয়েছিল একটার পর একটা দেশ। সেই অবস্থা থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরানো অনেক কঠিন কাজ হয়ে উঠেছিল।

২০২০ ও করোনা ভাইরাস

২০২০ ও করোনা ভাইরাস

তারপর এই ২০২০। আবারও আবির্ভূত এক মহামারী। নাম নভেল করোনা ভাইরাস। চিনের উহানে উৎসের পর ইতালি, আমেরিকা-সহ বহু দেশেই থাবা বসিয়েছে করোনা। এমনকী ভারতও ছাড় পায়নি এই মহামারীতে। যাতে এই ত্রাস মহামারীর আকার না নেয়, তার জন্য লড়াই চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি।

English summary
The pandemics occur every exactly 100 years. It is indeed if it is coincidence,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X