For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেট, অবশেষে স্থগিত ভারত সফর

কোভিড আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেট, অবশেষে স্থগিত ভারত সফর

  • |
Google Oneindia Bengali News

ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কোভিড আক্রান্ত হয়েছেন। সে কারনেই তার ভারত সফর কিন্তু স্থগিত করা হয়েছে। ইসরায়েল দূতাবাসের মুখপাত্র মুহাম্মদ হেইব বলেন, করোনা আক্রান্ত হওয়ার একদিন পর বেনেটের ভারত সফর স্থগিত করেছেন। তার ভারত সফর পুনঃনির্ধারিত হবে। মঙ্গলবার কোভিড পরীক্ষার ইতিবাচক পরীক্ষা করেছিলেন তিনি। রিপোর্ট পজেটিভ আসায় এমন সিদ্ধান্ত নিলেন তিনি। বর্তমানে তিনি ভালো আছেন বলে জানান। তিনি কোভিড +ভি পরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে।

স্থগিত ভারত সফর

স্থগিত ভারত সফর

বেনেটের শারীরিক অসুস্থতার জেরে আগামী ৩ এপ্রিল পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতে তার প্রথম আনুষ্ঠানিক সফরের ঘোষণা করেছিলেন। তিনি জানান, আমি আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সফরে খুব খুশি ও আনন্দিত তিনি। আমরা দেশের সমস্ত সম্পর্কের পথ ধরে রাখব।

কী নিয়ে আলোচনা করতে আসছিলেন তিনি

কী নিয়ে আলোচনা করতে আসছিলেন তিনি

সফরের সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদী ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। জানা গিয়েছিল, অর্থনীতি, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন, কৃষি-সহ অন্যান্য আরও অনেক কিছু কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন।

ইহুদি সম্প্রদায়ের সদস্য দেখা করতেন তিনি

ইহুদি সম্প্রদায়ের সদস্য দেখা করতেন তিনি

তার মতে, এই সফরটি কিন্তু দেশগুলির মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত করবে। দেশে ইহুদি সম্প্রদায়ের সদস্য দেখা করা কথা ছিল বেনেটের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁর এই সফর পিছিয়ে গেল।

 অ্যান্টোনি ব্লিকটেন সঙ্গে সাক্ষাৎ বেনেটের

অ্যান্টোনি ব্লিকটেন সঙ্গে সাক্ষাৎ বেনেটের

ভারতের এই সফরটি ১৯৯২ সালে ভারতীয় ইজরায়েলের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী বলে মনে করা হয়। ভারতীয় ও ইজরায়েলের ৪২ বছর পর স্বীকৃতি দিয়েছিলেন। রবিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর অ্যান্টোনি ব্লিকটেন সঙ্গে জেরুজালেমের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনেট দেখাও করেছিলেন।

 ইজরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা

ইজরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা

ইজরায়েলের এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮৭৬ হাজার ১২২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃতের সংখ্যা নেহাত কম নয়। সেখানে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮৫ জন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও ভারতে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও ভারতে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম


English summary
Israel Prime Minister Bennett's visit to India has been postponed because he is infected with covid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X