For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌথ উদ্যোগে ভারতের মাটিতে মিসাইল তৈরির সম্ভাবনা ইজরায়েলের: সূত্র

ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক চুক্তিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভারত-ইজরায়েল যৌথ মিসাইল তৈরির উদ্যোগ।

  • |
Google Oneindia Bengali News

ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক চুক্তিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভারত-ইজরায়েল যৌথ মিসাইল তৈরির উদ্যোগ। যা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মাটিতে। এমনই এক উদ্যোগে আগ্রহী ইজরায়েলের প্রাইমমিনিস্টার নেতানিয়াহু। ভারতীয় এক সংস্থার হাত ধরে ইজরায়েল এয়রোস্পেস ইন্ডাস্ট্রি , ভারতের মাটিতে তৈরি করতে পারে মিসাইল।[আরও পড়ুন: 'আই ফর আই ', ইজরায়েলের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যা বললেন মোদী]

এই সম্ভাবনাময় চুক্তিটি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে হতে চলেছে বলে সূত্রের খবর। অন্যদিকে, ২ বিলিয়ন মার্কিন ডলারে আরেকটি প্রতিরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি দেশের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, ইজরায়েল ও ভারত, দুই দেশের সেনা নিয়ে যৌথ উদ্যোগে কোনও প্রকল্পে যেতে চাইছে দু'দেশ।[আরও পড়ুন: বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা ব্যুহে নরেন্দ্র মোদী, ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থায় তাক লাগাবে]

যৌথ উদ্যোগে ভারতের মাটিতে মিসাইল তৈরির সম্ভাবনা ইজরায়েলের: সূত্র

বহুদিন ধরেই দুটি দেশ যৌথভাবে কোনও উদ্যোগে সামিল হওয়ার কথা বলছিল। বর্তমানে ইজরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সমস্ত জিনিসই মার্কিন কারখানাগুলিতে তৈরি হয়ে আসে। ফলে তেল আভিভ-এর প্রতিরক্ষা বিষয়ক বহু সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের একটা যোগ থাকে। মনে করা হচ্ছে সেই প্রেক্ষাপট অনুযায়ী ভারত- ইজরায়েল প্রতিরক্ষা চুক্তির বিষটিও তরান্বিত হচ্ছে। উল্লেখ্য, মার্কিন এফ১৬ বিমানগুলিও ভারতে তৈরির ইচ্ছা প্রকাশ করে লকহিড মার্টিন।[আরও পড়ুন:এই ইজরায়েলি ফুলের নাম 'মোদী', কেন জানেন]

এছাড়াও ভারতীয় সেনা ও প্রতিরক্ষার উন্নয়নের জন্য ইজরায়েলের পরিকাঠামোগত প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী ভারত। জানা গিয়েছে, মোদী ও নেতাননিয়াহু-এর মধ্যে এরই মাঝে বেশ কিছু গোপন বৈঠক হয়েছে, যেখআনে হাজির ছিলেন দুদেশের বিশেষ প্রতিনিধিরা। সবমিলিয়ে মোদীর ইজরায়েল সফর ঘিরে ভারতের পাওনার ঝুলি বাড়বে , তবু কমবে না বলেই ধারণা বহু প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞের।

English summary
Israeli Prime Minister Benjamin Netanyahu wasn’t doing a mere lip service when he said his country was keen to ‘make with India’. Tel Aviv, according to sources, has taken an unprecedented decision to assemble Israeli missiles in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X