For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাদের মোল্লার ফাঁসি সম্পন্ন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

Google Oneindia Bengali News

কাদের মোল্লার ফাঁসি সম্পন্ন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা
ঢাকা, ১৩ ডিসেম্বর : বাংলাদেশে এখন উৎসবের হাওয়া। ফাঁসি সম্পন্ন হল একাত্তরের যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কাদের মোল্লার। বাংলাদেশের স্থানীয় সময় রাত দশটা ৫ মিনিটে ঢাকা সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়েছে তাঁকে। তার শেষ ইচ্ছাস্বরূপ ফরিদপুরের গ্রামেই তাঁকে কবর দেওয়া হবে। তবে, কাদের মোল্লার ফাঁসির খবরে খুশির হাওয়া তৈরি হলেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় অশান্তির আঁচও মিলেছে। কক্সবাজার ও চট্টগ্রামে পরিস্থিতি ভয়াবহ হয়েছে।

ভোর ৪টে নাগাদ ফরিদপুরের আমিরাবাদের বাড়িতে কবর দেওয়া হয় কাদের মোল্লাকে

ময়নাতদন্তের পর রাত সোয়া ১১টা নাগাদই কাদের মোল্লার মৃতদেহ ফরিদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তায় ফরিদপুরের আমিরাবাদের গ্রামর বাড়িতে নিয়ে যায় হয় তার মৃতদেহ। সেখানেই ভোর ৪টে নাগাদ তাঁকে কবর দেওয়া হয়। কাদের মোল্লা শেষ ইচ্ছা অনুযায়ী তার মা ও বাবার কবরের পাশে তাঁকে কবর দেওয়া হয়।

চলতি সপ্তাহের মঙ্গলবার ফাঁসি হওয়ার কথা ছিল আবদুল কাদের মোল্লার। কিন্তু আসামীপক্ষের আবেদনে স্থগিত হয়ে যায় মৃত্যুদণ্ডের আদেশ। দুদিন শুনানির পর রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখে শীর্ষ আদালত। ফাঁসির আদেশ পুনরায় বহাল হওয়ায় আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করার ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। সুপ্রিম কোর্টেরএই রায়ের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বহু মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা য়েখানে দাঁড়িয়ে তাতে কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পরিস্থিতি আরও সঙ্গীন হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছে প্রশাসন।

English summary
Islamist Abdul Kader Molla hanged for war crimes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X