For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্সে ছুরি হামলার হামলার দায় স্বীকার করল আইএসআইএস জঙ্গিরা

মার্সেইয়ে ট্রেন স্টেশনে ছুরির হামলা চালিয়ে দুজনকে খুন করার ঘটনায় দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস।

  • |
Google Oneindia Bengali News

ফ্রান্সের মার্সেইয়ে ট্রেন স্টেশনে ছুরির হামলা চালিয়ে দুজনকে খুন করার ঘটনায় দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস। আততায়ী জঙ্গিকে ঘটনাস্থলেই সেনাবাহিনী গুলি করে নিকেশ করেছে।

ফ্রান্সে ছুরি হামলার হামলার দায় স্বীকার করল আইএসআইএস জঙ্গিরা

নিহত দুই মহিলার একজনের গলা কেটে দেয় আততায়ী। দুজনকে মারার সময়ে আল্লাহু আকবর বলে সে চিৎকার করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত আততায়ীর বয়স ত্রিশের কোটায় বলে পুলিশ জানিয়েছে।

ফ্রান্সের নানা জায়গায় সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সেনার একটি বিশেষ দল টহল দিয়ে বেড়ায়। তাদের হাতেই অজ্ঞাতপরিচয় আততায়ী নিকেশ হয়েছে বলে খবর। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত না করলেও আইএসের ঘোষণার পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

আইএসের প্রচার এজেন্সি আল আমাকের তরফে জানানো হয়েছে, মার্সেইয়ে যে ছুরি হামলার ঘটনা ঘটেছে তা ঘটিয়েছে ইসলামিক স্টেটের সেনা সদস্য।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স আল কায়েদা ও আইএস জঙ্গিদের বারবার নিশানা হয়েছে। ফ্রান্সে ২০১৫ সাল থেকেই একেরপর এক হামলা হয়ে চলেছে। শার্লে এবদো সাপ্তাহিকের অফিসে হামলার পর প্যারিসে, নিসে হামলা হয়েছে। এই সময়ের মধ্যে ফ্রান্সে হামলার কারণে অন্ত ২৩৯ জন মানুষের প্রাণহানি হয়েছে।

English summary
Islamic State claims deadly knife attack in Marseille, France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X