For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন হামলা: জঙ্গির নাম প্রকাশ করল ব্রিটেন, ঘটনায় গ্রেফতার ৮

ব্রিটিশ সংসদের কাছে হামলার ঘটনার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আইএসআইএস। বুধবারের ওই হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ছেন ৫ জন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

Google Oneindia Bengali News

লন্ডন, ২৪ মার্চ : ব্রিটিশ সংসদের কাছে হামলার ঘটনার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আইএসআইএস। বুধবারের ওই হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ছেন ৫ জন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

পুলিশ সূত্রের খবর, হামলাকারি জঙ্গির নাম খালিদ মাসুদ। ব্রিটেনের গোয়েন্দা সূত্রের খবর, ৫২ বছর বয়সী জঙ্গি মাসুদের জন্ম লন্ডনেই। সাম্প্রতিককালে সে ওয়েস্ট মিডল্যান্ডে থাকতে শুরু করে।

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, ঘটনায় গ্রেফতার ৮

ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর, ঘয়নায় অভিযুক্ত মাসুদ এর আগেও কয়েকটি মামলায় অভিযুক্ত হয়েছে। এদিকে আইএস জঙ্গি সংগঠনের সংবাদ সংস্থা আমকের দাবি, বুধবার বেপরোয়া হয়ে যে গাডি়টি লন্ডনের ওয়েস্টমিনিস্টারে সংসদে ঢোকার চেষ্টা করে, তা আইএসের গাড়ি। হামলাকারী আইএস সদস্য বলেও দাবি করে সংবাদ সংগঠনটি।

এদিকে লন্ডনে এই হামলার পর, রাতভর তল্লাশি চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত হামলার পর পরই জঙ্গি হামলার সঙ্গে ইসলামিক স্টেটের যোগ রয়েছে বলে সন্দেহ করতে থাকে ব্রিটিশ পুলিশ।

English summary
The so-called Islamic State on Thursday claimed responsibility for the terror attack in the Westminster village on Wednesday that left five dead, forty injured, and the heart of Britain’s political establishment shocked but determined to ‘keep calm and carry on’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X