For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকা রামকৃষ্ণ মিশনের মহারাজকে খুনের হুমকি আইএস জঙ্গিদের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ১৭ জুন : একেরপর এক সমাজকর্মী ও হিন্দু সংখ্যালঘুদের হত্যার পরে এবার ঢাকার রামকৃষ্ণ মিশনের মহারাজকে হত্যার হুমকি দিল জঙ্গিরা। মনে করা হচ্ছে এরা আইএসের সদস্য। হুমকি চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশে হিন্দুত্বের প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। তা নাহলে কুপিয়ে খুন করা হবে।

বাংলাদেশে সংখ্যালঘু হত্যা : ৯ হাজার জনকে গ্রেফতার হাসিনা সরকারের

জামাতে নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর বাংলাদেশে

এই হুমকি চিঠি পাওয়ার পরই বাংলাদেশি পুলিশ রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা ও মহারাজের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় এবি সিদ্দিকি নামে এক সন্দেহভাজন আইএস জঙ্গির খোঁজ করছে পুলিশ। এর নামেই মহারাজকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনায় জামাত জঙ্গিদের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা রামকৃষ্ণ মিশনের মহারাজকে খুনের হুমকি আইএস জঙ্গিদের

কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনে যে চিঠিটি আসে, সেখানে মহারাজকে অবিলম্বে ভারতে চলে যেতে বলা হয়েছে। নাহলে ২০ থেকে ৩০ জুনের মধ্যে তাঁকে কুপিয়ে খুন করা হবে বলে সরাসরি হুমকি দিয়েছে জঙ্গিরা।

অন্যদিকে বাংলাদেশ সরকারও এই বিষয়ে সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিশানা করে সরকারের ও দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার পরে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে হাইকমিশন মারফত যোগাযোগও করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির ও ধর্মীয় স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।

English summary
ISIS threatened Ramakrishna Mission priest in Dhaka, Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X