For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস মার্কিন হানায় নিশানায় বাগদাদী! শেষ মুহূর্তে আইএস জঙ্গি নেতার কী ঘটেছে জানাল রিপোর্ট

ডোনাল্ড ট্রাম্প আগেই আভাস দিয়েছিলেন, যে তাঁর সরকার কোনও বড় ঘোষণা করতে চলেছে। আর তার পরই জানা গেল শনিবার মার্কিন নিশানায় ছিল কুখ্যাত আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি।

  • |
Google Oneindia Bengali News

ডোনাল্ড ট্রাম্প আগেই আভাস দিয়েছিলেন, যে তাঁর সরকার কোনও বড় ঘোষণা করতে চলেছে। আর তার পরই জানা গেল শনিবার মার্কিন নিশানায় ছিল কুখ্যাত আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি। তবে এখনও ট্রাম্প তা নিয়ে মুখ খোলেননি। বেশ কিছু রিপোর্টের দাবি, বাগদাদি নিহত। সিরিয়ায় যেখানে বাগদাদি গা ঢাকা দিয়েছিল সেখানেই তাকে খুন করা হয়েছে।

রিপোর্টে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস পরিস্থিতি কী বলছে?

রিপোর্টে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস পরিস্থিতি কী বলছে?

মার্কিন বিশেষ অপরেশন ফোর্সের আক্রমণের নিশানায় ছিল কুখ্য়তা আইএস প্রধান আবু বকর অল বাগদাদি। তবে , মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের দাবি, বিমান হানায় নয়, আত্মঘাতী হয়ে মৃত্যু হয়েছে জঙ্গি নেতার।

বাগদাদির হত্যা সম্পর্কে তথ্য

বাগদাদির হত্যা সম্পর্কে তথ্য

বলা হচ্ছে, বাগদাদির গা ঢাকা দেওয়ার ডেরার খোঁজ যখন মার্কিন সেনা পেয়ে যায়, তখন তা লক্ষ্য করে সেখানে বিমান হানা চালাতে থাকে । ইদলিবের সেই ডেরাতে , শেষ পর্যন্ত মার্কিন সেনার হাতে নিজেকে তুলে না দিয়ে, সুইসাইড জ্যাকেট পরে আত্মঘাতী হয় বাগদাদি।

কিভাবে খোঁজ চলেছে বাগদাদির

কিভাবে খোঁজ চলেছে বাগদাদির

সিরিয়ার একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে দিনের পর দিন লুকিয়ে যাচ্ছিল মার্কিন সেনা। শেষে শোনা যায়, ইদলিবির একটি বাড়িতে গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছে বাগদাদি। বিষয়টি নিয়ে খানিকটা রেইকি করে মার্কিন সেনা। এরপরই রুদ্ধশ্বাস হামলা হয় ট্রাম্প প্রশাসনের তরফে।

বাগদাদির মাথার দাম কত ঘোষিত ছিল?

বাগদাদির মাথার দাম কত ঘোষিত ছিল?

নিজেকে খালিফা বলে বহু আগেই দাবি করেছে আইএস জঙ্গি নেতা বাগদাদি। এদিকে, ততদিনে তার মাথার দাম ২৫ মার্কিন ডলার ঘোষিত হয়। আইএস প্রধান বাগদাদিকে ধরতে সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটি গাড়তে শুরু করে। ধীরে ধীরে সিরিয়ায় আইএস এর শক্তি ঘাঁটি থেকে জঙ্গি নিধন শুরু করে মার্কিন সেনা। এমন পরিস্থিতিতে শেষবার ২০১৯ এপ্রিল মাসে বাগদাদিকে দেখা গিয়েছিল। এরপরই ২০১৯ সালের অক্টোবরে উঠে আসছে তার মৃত্যু সংবাদ। যদিও এর আগে বহুবার বাগদাদির মৃত্যুর তত্ত্ব উঠে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার আগাম পূর্বাভাস আর বাগদাদির মৃত্যু ঘিরে খবরের জেরে এই তথ্য নিশ্চিত বলেই মনে করছেন অনেকে।

English summary
ISIS leader Abu Bakr Al Baghdadi killed, know how he died after US attack.Abu Bakr al-Baghdadi is believed to dead after an attack by US strike on his hideout in Syria. ABC news, quoting three US officials, reported that al-Baghdadi was targeted in a strike by US Special Operations Forces on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X