For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস আরও ফুলে ফেঁপে উঠছে! এবার সতর্কবাণী মার্কিন মুলুকের

জঙ্গি সংগঠন আইএসআইএস আরও ফুলে ফেঁপে উঠছে!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের বুকে আলাদা পতাকা লাগিয়ে , ভূস্বর্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুঙ্কার কয়েকমাস আগেই দিয়েছিল জঙ্গি সংগঠন আইএসআইএস। সেই সংগঠনকে সমূলে বিনাশ করতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আগের চেয়েও অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছে আইএসআইএস। এমনই দাবি করছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও।

 পম্পেওর দাবি

পম্পেওর দাবি

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মাইক পম্পেও জানিয়েছে ন, আইএসাইএস অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছে গত ৩ থেকে ৪ বছরের তুলনায়। তবে সেটা বিশ্বের কয়েকটি অংশেই মাত্র। যদিও আইএস-এর যুদ্ধবিদ্যা এখন খানিকটা সমস্যা সঙ্কুল হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশের কড়া নিরাপত্তার কারণে।

 কোন কোন এলাকায় আইএস সক্রিয়

কোন কোন এলাকায় আইএস সক্রিয়

পম্পেও জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় যথেষ্ট সক্রিয় আইএস জঙ্গিরা। যদিও পম্পেও জানিয়েছেন, এর আগে মার্কিনীদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে আইএস নিধনের যুদ্ধ লড়েছিল তা নিঃসন্দেহে বড় বিষয় এবং তাতে সাফল্যও এসেছিল।

 চিনের তরফেও সতর্কবাণী

চিনের তরফেও সতর্কবাণী

সন্ত্রাসবাদ ইস্যুকে কার্যত পাত্তা না দিয়ে পাকিস্তানকে সমর্থনকারী চিনের এক আমরা কয়েকদিন আগেই জানিয়েছেন যে, আইএস জঙ্গিরা নতুন করে শক্তি বৃদ্ধি করে চলেছে সিরিয়ায়। প্রসঙ্গত, এরপরই আফগানিস্তানের একটি বিয়ে বাড়িতে আইএস জঙ্গিদের হামলার ঘটনা সকলের নজরে আসে। যা নিঃসন্দেহে একটি উদ্বেগের বিষয়।

English summary
ISIS is getting more powerful than 3 years ago, warns Mike Pompeo."It's complicated. There are certainly places where ISIS is more powerful today than they were three or four years ago," Pompeo said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X