For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামলায় দায় কার ,প্রশ্নের খোঁজে ব্রিটেন, টুইটারে আইসিস-এর উৎসব

ব্রিটেনের ম্যানচেস্টারে গানের কনসার্টে রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর, আইএস-এর টুইট হ্যান্ডলে উঠে এল এই বিস্ফোরণ সংক্রান্ত বার্তা।

Google Oneindia Bengali News

ব্রিটেনের ম্যানচেস্টারে গানের কনসার্টে রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর, আইসিস-এর টুইট হ্যান্ডলে উঠে এল এই বিস্ফোরণ সংক্রান্ত বার্তা। 'তাকে সব জায়গায় মারো', এই বার্তা জানিয়ে সোস্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েন টুইট হ্যান্ডেলাররা। এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য, ব্রিটেনের ম্যানচেস্টারে , মার্কিন পপ তারকা অ্যরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারান ১৯জন। আহতের সংখ্যা ৫০। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে বলে মনে করছে ব্রিটেন প্রশাসন।

হামলায় দায় কার ,প্রশ্নের খোঁজে ব্রিটেন, টুইটারে আইসিসের উৎসব

যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন আইএসআইএস টুইটারে উচ্ছাস প্রকাশ করেছে বলে খবর। টুইটারে তাদের বার্তা ,' ব্রিটেন, লন্ডন, ইউকে, ম্যানচেস্টার, ইংল্যান্ড, সবজায়গায় মারো'।

অন্যদিকে, আরেকটি আইএস পন্থী টুইট হ্যান্ডেলে লেখা হয়েছে,'যেখানে পাবে সেখানে মারো। শুধু সন্ত্রাস!' অনেককটি টুইটার অ্যাকাউন্টে এও লেখা হয়েছে যে এই হামলা , আইএস আইএস সংগঠনের ওপর ব্রিটেন-মার্কিন যৌথ আকাশপথে হামলার পাল্টা আক্রমণ।

English summary
ISIS handles celebrate Manchester blasts with "Kill him everywhere" message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X