For Quick Alerts
For Daily Alerts
করোনার আবহে আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ২৯
আফগানিস্তানের বুকে ফের একবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। ঘটনার জেরে ২৯ জনের মৃত্যু হয়েছে। সেদেশের একটি জেলের ভিতরে ঢুকে প্রবল গোলাবর্ষণ করে এই হামলা চালায় এক জঙ্গি। ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।

জানা গিয়েছে, আইএসআইএসের ইসিল গোষ্ঠীর এক সদস্য এই নাশকতা ঘটিয়েছে। জঙ্গির তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে আফগান নিরাপত্তাবাহিনী। এরপরই দুই পক্ষের লড়াইয়ে প্রায় ৫০ জন আহত হন। মৃত্যু হয়েছে ২৯ জনের। মূলত জেল থেকে বহু বন্দিকে ছাড়ানোর লক্ষ্যেই এই হামলার ছক বলে মনে করা হচ্ছে।
এর আগে জেলের গেটের বাইরে ওই আত্মঘাতী জঙ্গি নিজের বম্ব সম্বলিত গাড়িটিতে বিস্ফোরণ ঘটায়। তারপরই বহু জঙ্গি পালাতে সক্ষম হয়। এদিকে, আইএস এর খোরাসান বিভাগ এই হামলার দায় স্বীকার করেছে বলে খবর।