For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারিসে হামলার দায় স্বীকার আইএসআইএসের, মানতে নারাজ ফরাসি প্রশাসন

প্যারিসে হামলার দায় স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস।

  • |
Google Oneindia Bengali News

মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তি নিজের মা ও বোনকে ছুরি মেরে খুন করল প্যারিসের অদূরে। স্থানীয় সময় সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ আততায়ীকে তৎক্ষণাৎই নিকেশ করেছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস।

প্যারিসে হামলার দায় স্বীকার আইএসআইএসের

ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী জেরার্ড কলম্ব জানিয়েছেন, আততায়ীর বয়স ৩৬ বছর। মা ও বোনকে হত্যার পর সে লুকিয়ে ছিল। আততায়ী আদতে বিকারগ্রস্ত। আইএস দায় স্বীকার করলেও ফরাসি মন্ত্রীর বক্তব্য, আততায়ী জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলেই উঠে এসেছে। তবে এই ঘটনার পিছনে তার মানসিক বিকারই দায়ী। আইএসের কথায় সে একাজ করেছে বলে প্রশাসন মনে করছে না।

নিরাপত্তারক্ষীরা বলছেন, ২০১৬ সাল থেকেই নিহত আততায়ী সন্ত্রাসবাদের পথে ঘোরাফেরা করত। তবে তার মানে এই নয় যে এদিনের ঘটনায় সন্ত্রাসবাদের যোগ রয়েছে। ফলে আইএস দাবি করলেও তার স্বপক্ষে কোনও প্রমাণ আল আমাক দাখিল করতে পারেনি।

প্রশাসন এরপরও তদন্ত চালাবে বলে মন্ত্রী জানিয়েছেন। বিশেষ করে এই এলাকা থেকে অন্তত ৫০জন ইসলাম ধর্মাবলম্বী যুবক আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিয়েছে বলে খবর। ফ্রান্স ছেড়ে তারা সিরিয়া, ইরাকে গিয়ে আশ্রয় নিয়েছে। এলাকাটির প্যারিস থেকে দূরত্ব ৩০ কিলোমিটার।

প্রসঙ্গত, মে মাসের ১২ তারিখ প্যারিসেই ১ জনকে ছুরি মেরে নিহত করে ও ঘটনায় ৪ জন আহত হন। সেই আততায়ীকেও পুলিশ তৎক্ষণাৎ নিকেশ করতে সক্ষম হয়েছে।

English summary
ISIS claims responsibility of Paris attack which claims 2 lives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X