For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে পরাজয় স্বীকার আইএস জঙ্গিদের !

একটি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী,ইরাকের মাটিতে জঙ্গি সংগঠন আইএসআইএস নিজেদের হার স্বীকার করে নিয়েছে। আইএস প্রধান আবু বাকর আল বাগদাদি এই হার মেনে নিয়েছে নিজের 'বিদায়ী ভাষণে'।

  • |
Google Oneindia Bengali News

কায়রো, ২ মার্চ : একটি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী,ইরাকের মাটিতে জঙ্গি সংগঠন আইএসআইএস নিজেদের হার স্বীকার করে নিয়েছে। আইএস প্রধান আবু বাকর আল বাগদাদি এই হার মেনে নিয়েছে নিজের 'বিদায়ী ভাষণে'। এমনটাই দাবি করেছে ওই সংবাদমাধ্যমটি।[যেভাবে 'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে উঠেছে আল-বাগদাদি]

স্বঘোষিত 'খালিফা' তথা আইএস প্রধান বাগদাদি , গতকালই তার 'বিদায়ী ভাষণ 'শীর্ষক একটি বিবৃতি সমস্ত আইএস প্রচারকদের কাছে পাঠায় বলে জানা গিয়েছে। এদিকে ইরাকি সেনা ক্রমাগত হামলা চালিয়ে বিশ্বের বৃহত্তম জঙ্গি সংগঠন আইএসআইএসকে কোনঠাসা করে দিয়েছে বলে দাবি সূত্রের।[ইরাকে বাচ্চা ও প্রতিবন্ধীদের দিয়ে জোর করে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএসআইএস]

ইরাকে পরাজয় স্বীকার আইএস জঙ্গিদের !

অসমর্থিত সূত্রের দাবি, বাগদাদি আরবের বাইরের যোদ্ধাদের দেশে ফিরে যেতেও বলেছে। আর তা না করলে আইএস যোদ্ধাদের নিজেদের বিস্ফোরণের মাধ্যমে আত্মহননের পথ বেছে নেওয়ারও পরামর্শ দিয়েছে বাগদাদি। সে জানিয়েছে এভাবে নিজেকে শেষ করলে স্বর্গে গিয়ে ৭২ জন অপ্সরার সঙ্গ লাভ করবে মৃত জঙ্গিরা।[শাহদাত-ই-আল-হিকমা, বাংলায় এই সংগঠনের আড়ালেই জঙ্গিবাদের শিকড় ছড়াচ্ছে!]

তবে এখনও জানা যায়নি বর্তমানে বাগদাদি কোথায় অবস্থান করছে। এদিকে, ইরাক থেকে পিছু হঠতে হঠতে বহু আইএস জঙ্গিরাই সিরিয়ায় পালিয়েছে বলে খবর। এর আগে বহুদিন ধরেই আইএস জঙ্গিরা সংখ্যায় কমতে থাকে বলে দাবি করে মার্কিন সেনা। প্রসঙ্গত ইরাকে মার্কিন অধিনায়কত্বে ইরাকি সেনা আইএসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। এই যুদ্ধে সামিল বিশ্বের আরও বেশ কয়েকটি শক্তিধর দেশ।

English summary
ISIS Chief Abu Bakr Al-Baghdadi Acknowledges Defeat In Iraq In Farewell Speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X