For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি যোগ রেখে নিজস্ব বিদেশ নীতি চালায় আইএসআই, তোপ আমেরিকার

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে এবং তারা নিজেদের বিদেশ নীতি চালায়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মার্কিন সেনার জেনারেল জোসেফ ডানফোর্ড

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে এবং তারা নিজেদের বিদেশ নীতি চালায়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মার্কিন সেনার জেনারেল জোসেফ ডানফোর্ড। স্বাভাবিকভাবেই মার্কিন সেনার এই অভিযোগ খারিজ করেছে পাকিস্তান।

জঙ্গি যোগ রেখে নিজস্ব বিদেশ নীতি চালায় আইএসআই, তোপ আমেরিকার

সেনেট ফরেন রিলেশনস কমিটির একটি বৈঠকে মার্কিন সেনেটর জো ডোনেলির প্রশ্নর জবাব জোসেফ ডানফোর্ড বলেন, এটা এখন আমার কাছে স্পষ্ট যে আইএসআই-এর সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগ রয়েছে। গত কয়েক বছর ধরেই আমেরিকায় দ্বিপাক্ষিকভাবে পাকিস্তানের এই আচরণের পরিবর্তন করতে চাইছে। তবে তাদের আচরণ বদলাবে না বলেই মনে করেন তিনি।

এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষাসচিব জিম মাটিসও আইএসআই-কে নিয়ে কড়া মনোভাব দেখান। তিনি বলেন, পাক গোয়েন্দা সংস্থা একেবারেই নিজের মত কাজ করে চলেছে। পাকিস্তান সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই তার নিজস্ব গোয়েন্দা সংস্থার ওপর। আইএসআই নিজস্ব বিদেশ নীতি চালাচ্ছে।

এদিকে মঙ্গলবারই তিন দিনের সফরে ওয়াশিংটন পৌঁছেছেন পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ। মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত সপ্তাহেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্য আমেরিকাকেই দায়ী করেছিলেন তিনি। এমনকী হাক্কানি বা হাফিজ সইদকে পাকিস্তানের বোঝা বলেও মন্তব্য করেছিলেন তিনি।

English summary
Pak intelligence agency ISI run its own foreign policy, says US general Joseph Danford, ISI has links with terrorists, claims Danford.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X