For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে প্যালেস্তাইন সঙ্কট, তীব্র অস্থির সময়েই ইজরায়েলের নতুন রাষ্ট্রপতির দায়িত্বে আইজ্যাক হার্জগ

শিয়রে প্যালেস্তাইন সঙ্কট, তীব্র অস্থির সময়েই ইজরায়েলের নতুন রাষ্ট্রপতির দায়িত্বে আইজ্যাক হার্জগ

  • |
Google Oneindia Bengali News

প্যালেস্তাইনের সঙ্গে সংঘাতের ঘা শুকোতে না শুকোতেই নয়া রাষ্ট্রপতি নির্বাচনের রাস্তায় হাঁটে ইজরায়েল। অবশেষে নির্বাচনী ফল প্রকাশ হতেই দেখা যায় ইজরায়েলের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট ইজরায়েলি পরিবারের সদস্য আইজ্যাক হার্জগ। মঙ্গলবার ইজরায়েলের ১২০ সদস্যের 'নেসেট’ বা সংসদে অনুষ্ঠিত একটি গোপন ব্যালটে হার্জগ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে জানা যাচ্ছে। ৮০-র উপরে ভোট পেয়েছেন তিনি।

শিয়রে প্যালেস্তাইন সঙ্কট, তীব্র অস্থির সময়েই ইজরায়েলের নতুন রাষ্ট্রপতির দায়িত্বে আইজ্যাক হার্জগ

এদিকে ষাটোর্ব্ধ হার্জগ অতীতে ইজরায়েলি লেবার পার্টির প্রধানের দায়িত্বও সামলেছেন। পাসাপাশি বিরোধী দলনেতা হিসাবে ২০১৩ সালের সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইও করেছিলেন তিনি। তবে সেইবার জয়ের মুখ দেখতে হয়নি এই বরিষ্ঠ রাজনীতিবিদকে। এদিকে এতদিন ইজরায়েলের রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছিলেন রেউভেন রিভলিন। যাঁর মেয়াদ আগামী মাসেই শেষ হচ্ছে। তারই উত্তরসূরি হিসাবে মসনদে বসতে চলেছেন আইজ্যাক হার্জগ।

এদিকে হার্জগ আদপে একটি বিশিষ্ট ইজরায়েলি ইহুদি পরিবারের সদস্য। এমনকী তার বাবা সিয়াম হারজোগও দেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। যদিও দেশের রাষ্ট্রপতি নির্বাচিক হওয়ার আগে রাষ্ট্রপুঞ্জে ইজারায়েলের রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন তিনি। আইজাক হার্জগের কাকাও ইজরায়েলের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন বলে জানা যায়। তিনিও রাষ্ট্রসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে তাঁর দাদা ছিলেন ইজরায়েলের প্রথম প্রধান রাব্বি (ইহুদি ধর্মীয় নেতা)। এদিকে ইজরায়েলে তীব্র রাজনৈতিক সঙ্কটের মধ্যে গত দুই বছরে চারবার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও এবারের ভোটের আগেই কার্যত বোঝা যাচ্ছিল নতুন রাষ্ট্রপতি হিসাবে অনেকটাই পাল্লা ভারী আইজ্যাক হার্জগের। অবশেষে নির্বাচনী ফলাফলে সেই সম্ভাবনাই স্পষ্ট হল। এমতাবস্থায় এবার এই প্রবীণ রাজনীতিবিদের হাত ধরে রাজনৈতিক সঙ্কট কতটা কাটিয়ে উঠতে পারে ইজরায়েল সেটাই এখন দেখার।

English summary
Isaac Herzog is the new president of Israel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X