For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইকেল জ্যাকসন কি করোনার মতো কোনও মহামারীর আভাস দিয়েছিলেন? দেহরক্ষীর বয়ানে কিসের ইঙ্গিত

পপ সম্রাট মাইকেল জ্যাকসন আগেই আন্দাজ করতে পেরেছিলেন করোনা ভাইরাসের মত মহামারী ছড়াবে বিশ্বে।

Google Oneindia Bengali News

পপ সম্রাট মাইকেল জ্যাকসন আগেই আন্দাজ করতে পেরেছিলেন করোনা ভাইরাসের মত মহামারী ছড়াবে বিশ্বে। সেকারণেই নিেজর মুখ মাস্ক দিয়ে সবসময় ঢেকে রাখতেন। এমনই দাবি করেছেন তাঁর প্রাক্তন দেহরক্ষী। কয়েক দশক ধরে পপ সম্রাটের সঙ্গে ছিলেন তিনি। ম্যাট ফিডস নামে জ্যাকশনের প্রাক্তন দেহরক্ষী জানিয়েছেন, তিনি সবসময় বলতেন মানব জাতি যেকোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একধরণের জীবাণুই গ্রাস করবে মানব সভ্যতা।

দেহরক্ষীর বয়ানে কিসের ইঙ্গিত

মাইকেলকে অনেক সময় মুখের মাস্ক খুলে ফেলতে বলতেন তিনি। কিন্তু মাইকেল কখনও তাতে রাজি হননি। তিনি জানাতেন, 'আমি অসুস্থ হয়ে আমার অনুরাগীদের মন খারাপ করতে দিতে চাই না। জ্যাকসন নাকি বলতেন তিনি একটি কারণে পৃথিবীতে আছেন। তাই তাঁকে সবসময় সুস্থ থাকতে হবে। আমার গলা আমি খারাপ হতে দিতে পারি না। '

জ্যাকশনের দেহরক্ষী জানিয়েছেন, এতোদিনে তিনি বুঝতে পারছেন কেন মাস্ক পরে থাকতেন জ্যাকসন। করোনা ভাইরাসের মতো মহামারী পৃথিবীতে থাবা বসাতে পারে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন জ্যাকশন। ২০০৯ সালে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন। এখন তাঁর দেহরক্ষী সেই সময়ের কথা মনে জানালেন।

English summary
Is Michael Jackson predict coronavirus like stuation? what says his bodyguard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X