তিউনিশিয়ায় জঙ্গি হানা : অধিকাংশ মৃত পর্যটকই ব্রিটিশ, ঘটনার দায় স্বীকার আইএসের
তিউনিস, ২৭ জুন : শুক্রবার তিউনিসিয়ায় সুসা শহরের জনপ্রিয় সমুদ্র সৈকতে এলোপাথারি গুলি চালিয়ে ৩৮ জনকে হত্য়ার দায় স্বীকার করল আইএসআইএস জঙ্গিগোষ্ঠী।
এদিন টুইটারে গর্বিত জঙ্গিরা হামলা চালানো জঙ্গি আবু ওয়াহা আল-কেরাওয়ানিকে 'খলিফা সৈনিক' হিসাবে ব্যাখ্যা করেছে।

শুক্রবার তিউনিসিয়া ছাড়াও কুয়েত ও ফ্রান্সে জঙ্গি হামলা চালানো হয়। গতকাল রাত পর্যন্ত একমাত্র কুয়েতের হামলাটিরই দায় নিয়েছিল আইএস জঙ্গিগোষ্ঠী। তিউনিসিয়া ও ফ্রান্সে হামলা নিয়ে কেউ দায় স্বীকার করেনি। তিউনিসিয়ায় হামলা তাদেরই কীর্তি বলে জানাল আইএস।
গতকাল তিউনিসিয়ার সুসা শহরের সমুদ্র সৈকতে বেলা ১২ টা নাগাদ ঢুকে পড়ে দুই আইএস জঙ্গি। এলোপাথারি গুলি করে মেরে ফেলে ৩৮ জন নিরীহ মানুষকে। পুলিশের গুলিতে এক সন্ত্রাসবাদীর প্রাণ গেলেও আর একজন পালিয়ে যায়।
এদিন তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানান, মৃত বিদেশি পর্যটকদের অধিকাংশই ব্রিটিশ।
প্রসঙ্গত এই বছরের মার্চে তিউনিসিয়ার জাদুঘরে জঙ্গি হামলা চালিয়ে ২১ জন বিদেশি পর্যটককে মেরে ফেলেছিল জঙ্গিরা। এক্ষেত্রেও দায় স্বীকার করেছিল আইএসআইএস।