For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটা গুলি ছুড়লে পাল্টা ১০টা গুলি চলবে, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

উত্তাপ যেন ক্রমশ বাড়ছে। যু্দ্ধ বাঁধল বলে। ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।

Google Oneindia Bengali News

উত্তাপ যেন ক্রমশ বাড়ছে। যু্দ্ধ বাঁধল বলে। ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।
হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। এই টানাপোড়েনের জেরে ইতিমধ্যেই ইরানের আকাশপথ এড়িেয় চলার সিদ্ধান্ত নিয়েছে ভারত সহ একাধিক দেশ। এরই মধ্যে আরও গরম হয়ে উঠেছে পরিস্থিতি। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজন শেখরচি জানিয়েছেন, যুদ্ধ চায় না ইরান, তবে হামলা হলে পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখেন তাঁরা। শত্রুপক্ষ যদি একটিও গুলি ছোেড় জবাবে ১০টা গুলি চালানোর ক্ষমতা রাখ ইরান। রীতিমত হুঁশিয়ারি দিয়ে একথা বলেছেন তিনি। কোথাও আমেরিকার কথা উল্লেখ না করলেও তাঁর এই বার্তা যে আমেরিকাকে উদ্দেশ্য করে তা বলাই বাহুল্য।

একটা গুলি ছুড়লে পাল্টা ১০টা গুলি চলবে, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

সম্পর্কে অবনতি অনেকদিনই হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে ইরানের আকাশে মার্কিন বায়ুসেনার যুদ্ধ বিমান উড়ে যেতেই পারদ এক ধাক্কায কয়েক গুণ চড়ে গিয়েছে। আর একদিন মার্কিন বায়ুসেনার বিমান ইরানের আকাশে ঘোরাফেরা করলে বিপদ আমেরিকার পক্ষে ভাল হবে না বলে হুঁশিয়ারি দিেয়ছে ইরান। আমেরিকার এই ঔদ্ধত্য যে ইরান কোনওভাবেই মেনে নেবে না সেটা স্পস্ট করে দিয়েছে তারা।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন ইরানের ৩ টি জায়গায় হানা দেবে মার্কিন বায়ুসেনা। হামলা চালানোর ঠিক ১০ মিনিট আগে নির্দেশ ফিরিয়ে নেন তিনি। তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।

English summary
Iran warns US attack would imperil interests across Mideast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X