For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-বিরোধী পোস্টার ছিঁড়ে পাকিস্তানকে কড়কানি ইরানের! তেহরান দিল চরম বার্তা

ভারত বিরোধিতায় নেমে পাকিস্তান একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। ইসলামাবাদ ক্রমাগত কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে দিল্লি-র বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত বিরোধিতায় নেমে পাকিস্তান একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। ইসলামাবাদ ক্রমাগত কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে দিল্লি-র বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছে। সঙ্গে রয়েছে একের পর এক নতুন প্যাঁয়তারা। এবার পাকিস্তানের এই যাবতীয় ভারত বিরোধিতার মোক্ষম জবাব দিয়ে দিল ইরান। কাশ্মীর ইস্যুতে ইরানের শহর মাশাদের ঘটনা জবাব দিয়ে দিয়েছে ইসলামাবাদকে।

 মাশাদের দূতাবাসে ভারত বিরোধী পোস্টার

মাশাদের দূতাবাসে ভারত বিরোধী পোস্টার

ইরানের উত্তর পূর্বের শহর মাশাদ। সেখানে ইসলামাবাদ নিদের দেশের দূতাবাসে ভারত বিরোধী স্লোগান দিয়ে পোস্টার পড়ে । আর সেই পোস্টারে ভারত বিরোধিতা মেনে নেয়নি ইরান প্রশাসন। মোক্ষম জবাবে। সেই সমস্ত পোস্টার, পাকিস্তানের দূতাবাস থেকে ছিঁড়ে সরিয়ে দেয় ইরান।

পাকিস্তানের অবিবেচক কূটনীতি!

পাকিস্তানের অবিবেচক কূটনীতি!

'কাশ্মীর সলিডারিটি ডে' নিয়ে পড়েছিল পোস্টারগুলি। যা কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রেক্ষিতে ছিল পাকিস্তানের প্রতিবাদের ভাষা। আর সেই প্রতিবাদে ভারত বিরোধিতা নিয়ে পড়ে কনস্যুলেটে ওই পোস্টারগুলি। ইরান সাফ বার্তায় জানিয়ে দেয় এই ধরনের পদক্ষেপ কিছুতেই মেনে নেবে না ইরান। এটিতে পাকিস্তানের অবিবেচকের মতো কূটনীতি বলে মনে করছে ইরান।

পাকিস্তান দ্বারস্থ হয় ইরানের

পাকিস্তান দ্বারস্থ হয় ইরানের

ইরানে পাকিস্তানের দূতাবাস থেকে ভারত বিরোধী পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে রীতিমতো ক্ষোভ ফুঁসে ওঠে পাকিস্তান। এরপরই ইসলামাবাদ দ্বারস্থ হয় তেহরানের কাছে। এরপর পাকিস্তান চিঠি পাঠায় ইরান প্রশাসনের কাছে। তখন তেহরান প্রশ্ন তোলে যদি, ইরান সৌদি বিরোধিতায় নেমে পাকিস্তানের তাদের দূতাবাসে পোস্টার দেয়, তাহলে ইসলামাবাদ সেটিকে কোন নজরে দেখবে? এরপর ইমরান সরকারের প্রশাসন আর কোনও জবাব দিতে পারেনা।

<strong>[আরও পড়ুন:রাষ্ট্রসংঘে ফের কাশ্মীর ইস্যু! ছুটলেন পাকিস্তানের মন্ত্রী]</strong>[আরও পড়ুন:রাষ্ট্রসংঘে ফের কাশ্মীর ইস্যু! ছুটলেন পাকিস্তানের মন্ত্রী]

[আরও পড়ুন:পুজোর মুখে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, স্থায়ী আমানতে কমছে সুদ][আরও পড়ুন:পুজোর মুখে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, স্থায়ী আমানতে কমছে সুদ]

English summary
Iran removes anti-India posters from consulate in Mashhad .'Kashmir Solidarity day' were removed in the middle of the night from the walls of the Pakistani consulate by the local police of Mashhad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X