For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি উপকূলে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ! 'ছেড়ে কথা না বলা'র হুমকি ইরানের

ইরান বনাম সৌদি উত্তেজনা ক্রমেই বড় আকার নিতে শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে যেমন সিরিয়ার বুকে তুরস্কের হানার ঘটনায় উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে, তেমনই সৌদিতে তেলের ভাণ্ডারে আক্রমণের পর ইরানে তেল

  • |
Google Oneindia Bengali News

ইরান বনাম সৌদি আরবের উত্তেজনা ক্রমেই বড় আকার নিতে শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে যেমন সিরিয়ার বুকে তুরস্কের হানার ঘটনায় উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে, তেমনই সৌদিতে তেলের ভাণ্ডারে আক্রমণের পর ইরানে তেলের ট্যাঙ্কারে আক্রমণের ঘটনাতেও দুই দেশের উত্তেজনা চরমে।

'ছেড়ে কথা বলা হবে না'

'ছেড়ে কথা বলা হবে না'

তেল-যুদ্ধ ঘিরে উপসাগরীয় এলাকা এই মুহূর্তে সরগরম। প্রথমে সৌদিতে আরামকোর তেলের ভাণ্ডারে ড্রোন হামলা আর তারপর ইরানে তেলের ট্যাঙ্কারে হামলা। পর পর এই ঘটনায় দুটি দেশের কোনওটিই কেউ কাউকে ছেড়ে কথা বলবেনা বলে মনোভাব পোষণ করছে। সৌদির উপকূলে ইরানের তেলের ট্যাঙ্কারে হামলার পর 'ছেড়ে কথা বলা হবে না' বলে সাফ হুমকি দিয়ে দিয়েছে তেহরান।

 'জবাব দেওয়া হবে'

'জবাব দেওয়া হবে'

সেদেশের প্রশাসনিক মহলের তরফে জানানো হয়েছে, লোহিত সাগরে যেভাবে ইরানের তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে তার সমস্ত গোয়েন্দা রিপোর্ট তেহরান পেয়েছে। এবার এই মর্মে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তেহরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানিয়ে দিয়েছে।

চড়ছে পারদ

চড়ছে পারদ

মনে করা হচ্ছে, সৌদির উপকূলে যেভাবে ইরানের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে, তাতে মিসাইল ব্য়বহার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় এর নেপথ্যে কারা রয়েছে।

 কোনপথে ইরান-সৌদি তরজা?

কোনপথে ইরান-সৌদি তরজা?

তবে রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনা পরম্পরায় , প্রাথমিকভাবে অভিযোগের নিশানায় রয়েছে সৌদি আরব। যেখানে কয়েকদিন আগেই ইরান সমর্থিক হুথি বিদ্রোহীরা তেলভাণ্ডারে ড্রোন হামলা চালায়। এর সাপেক্ষেই উপসাগরীয় এলাকায় ক্রমাগত আগ্রাসন-পারদ চড়ায় এদিন দুই দেশকে মধ্যস্থতার রাস্তায় আনতে সেখানে পৌঁছাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদি আরব আর ইরানের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী হল পাকিস্তানসৌদি আরব আর ইরানের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী হল পাকিস্তান

তুর্কী আগ্রাসন: আরব্য হুঁশিয়ারি তুরস্ককে! যুদ্ধ নিয়ে গর্জন আরব দুনিয়ার তুর্কী আগ্রাসন: আরব্য হুঁশিয়ারি তুরস্ককে! যুদ্ধ নিয়ে গর্জন আরব দুনিয়ার

English summary
Iran Oil Tanker attack will not go unanswered , threats Tehran .Iran on Saturday vowed not to let an attack on one of its oil tankers off the coast of Saudi Arabia to go unanswered. Suspected missile strikes hit an Iranian oil tanker near the Saudi coast on Friday, its owner said, the first Iranian vessel targeted since a spate of attacks in the Gulf Washington blamed on Tehran.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X