For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পকে 'যে খুন করতে পারবে' তার জন্য ঘোষিত হল বিরাট অঙ্কের অর্থমূল্য! এবার ময়দানে ইরানের সাংসদ

ট্রাম্পকে 'যে খুন করতে পারবে' তার জন্য ঘোষিত হল বিরাট অঙ্কের অর্থমূল্য! এবার ময়দনে ইরানের সাংসদ

  • |
Google Oneindia Bengali News

আগে ইরানের তরফে ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষিত হয়েছিল। সেই সময় ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারমূল্য ঘোষণা করেছিল ইরান। এবার সেদেশের সাংসদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে দিলেন। প্রসঙ্গত, ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানির মৃত্যুর পর থেকেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে প্রবল ক্ষোভে ফুঁসছে।

ইরানের আহমেদ হামজার কোন দাবি?

ইরানের আহমেদ হামজার কোন দাবি?

ইরানের সাংসদ আহমেদ হামজার দাবি , 'যে কেউ ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে' তাকেই দেওয়া হবে ৩ মিলিয়ন মার্কিন ডলার। প্রসঙ্গত, ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানির মৃত্যু প্রসঙ্গেই হামজা এমন বার্তা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, সুলেমানি ইরানের কারমান এলাকার বাসিন্দা ছিলেন, আর সেখানেরই জনপ্রতিনিধি হামজা। আর ভূমিপুত্রের এই মৃত্যু ঘিরে প্রতিশোধের জেরে ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেন হামজা।

কাশেম সুলেমনির মৃত্যু

কাশেম সুলেমনির মৃত্যু

বছরের শুরুতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজিত করে ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানিকে হত্যা করে মার্কিন সেনা। মার্কিনি ড্রোন আক্রমণে নিমেষে নিকেশ করা হয় ইরান সহ মধ্যপ্রাচ্যে ক্রমাগত শক্তিধর হয়ে ওঠা সুলেমানিকে। এরপর থেকেই ইরান একের পর এক পদক্ষেপ নিচে থাকে মার্কিন মুলুকের বিরুদ্ধে।

কেন আমেরিকার কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন সুলেমানি?

কেন আমেরিকার কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন সুলেমানি?

ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছেন যে, সুলেমানি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে 'খারাপ' কথা বলছিলেন বহুদিন ধরেই। তবে বিশেষজ্ঞমহলের ধারণা ২০১৩ সালে ইরানের মুখ হিসাবে সিরিয়ার সংকট মেটাতে কাশেম সুলেমানিকে তুলে ধরার চেষ্টা করে ইরান। যা মার্কিন প্রশাসনের নজরে খুব একটা ভালো ঠেকেনি! এরপর ক্রনাগত ইরান ছাড়িয়ে, সিরিয়া, ইরাকে নিজের আস্ফালন বাড়িয়ে নিচ্ছিলেন সুলেমনি। যা সহজে মেনে নিতে পারেনি ট্রাম্প প্রশাসন।

সেনাপতি দিলীপের 'একুশে-বাহিনী’! বাংলার চারটি তালিকা গিয়েছে মোদী-শাহদের হাতেসেনাপতি দিলীপের 'একুশে-বাহিনী’! বাংলার চারটি তালিকা গিয়েছে মোদী-শাহদের হাতে

English summary
Iran MP offers 3 million on to anyone who kills Trump .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X