For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার ইরানের বিদেশমন্ত্রীর গলায়

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভাদ জাফারি। এই বিষয়ে আমেরিকার এই হামলাকে তিনি 'অত্যন্ত বোকা ও খতরনাক' বলে আখ্যা দেন।

Google Oneindia Bengali News

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভাদ জাফারি। এই বিষয়ে আমেরিকার এই হামলাকে তিনি 'অত্যন্ত বোকা ও খতরনাক' বলে আখ্যা দেন। তিনি এক টুইট বার্তায় আরও বলেন, 'এই ঘটনা পরবর্তী পরিণতির জন্যে দায়ি থাকবে আমেরিকাই।'

পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক

পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক

এদিকে এই ঘটনার পর এবং জেনারেল কাশেম সুলেমানি মারা যাওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ, শুক্রবার বৈঠকে বসবে ইরানের মন্ত্রিসভা। এই বিষয়ে ইরান সরকারের মুখপাত্র খোরসাভি বলেন, 'কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সকল শীর্ষ স্থানীয় জানীয় নিরাপত্তা বিষয়ক আধিকারিক ও মন্ত্রীরা একটি বৈঠকে বসবে। জেনারেল কাশেম সুলেমানির গাড়ির উপর হামলার জেরে তিনি শহিদ হন। এর পরবর্তী পরিস্থিতি ও পদক্ষেপ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হবে।'

বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযান

বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযান

আজ সকালে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযান। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের বক্তব্য

আমেরিকার প্রতিরক্ষা দফতরের বক্তব্য

এদিকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি। তার এই গোষ্ঠীর মধ্যেই রয়েছে কাতায়েব হিজবুল্লা গোষ্ঠী। এই গোষ্ঠীর ২৫ জন মার্কিন হানায় নিহত হওয়ার পরেই রবিবারে দূতাবাসের হামলার ঘটনা ঘটে। যার পাল্টা জবাব দিল আমেরিকা।

 আমেরিকার বাড়তি সেনা বাগদাদে

আমেরিকার বাড়তি সেনা বাগদাদে

এদিকে প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ৮২ নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় ৭৫০টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে।

বিধ্বংসী মার্কিন হানায় কাশেম সুলেমানির মৃত্যুর পর বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি! বাড়ল কত শতাংশবিধ্বংসী মার্কিন হানায় কাশেম সুলেমানির মৃত্যুর পর বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি! বাড়ল কত শতাংশ

English summary
Iran minister vows revenge on US after death of Qassem Soleimani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X