For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ফের রকেট হামলা ইরানের, আহত বেশ কয়েকজন

বাগদাদের উত্তারাংশে ইরাকি এয়ারবেসে মুহুর্মুহু রকেট হামলা ইরানের। সেখানেই রয়েছে আমেরিকার সেনা ঘাঁটি। এই হামলায় ৪ ইরাকি সৈন্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাগদাদের উত্তারাংশে ইরাকি এয়ারবেসে মুহুর্মুহু রকেট হামলা ইরানের। সেখানেই রয়েছে আমেরিকার সেনা ঘাঁটি। এই হামলায় ৪ ইরাকি সৈন্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরাকি সেনার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, আটটি কাত্যিউশা রকেট নিয়ে হামলা চালানো হয় অল বাদাল এয়ারবেসে। যার জেরে দুই ইরাকি অফিসার এবং দুজন বিমান কর্মী আহত হয়েছেন।

আমেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ফের রকেট হামলা ইরানের, আহত বেশ কয়েকজন

অল বালাদ হল ইরাকের এফ-সিক্সিন-এর প্রধআন এয়ারবেস। আমেরিকার কাছ থেকে কিনে নিজেদের বিমান বাহিনীকে শক্তিশালী করেছে ইরাক। তবে এই এয়ারবেসেই ঘাঁটি গেড়েছিল আমেরিকার সেনা এবং কনট্র্যাক্টররা। যদিও আমেরিকা ও ইরানের মধ্যে সংকট বাড়তেই অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৯০ শতাংশ আমেরিকার কর্মীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে জনা পনেরো আমেরিকার সেনা এবং একটি বিমান রয়েছে অল বালাদ-এ।

সাম্প্রতিক মাসগুলিতে এই বিমান ঘাঁটিতে মর্টার হামলায় মূলত ক্ষতি হয়েছে ইরাকি সেনার। কিন্তু গতমাসে এক হামলায় আমেরিকার এক কনট্রাক্টরের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জেরে আমেরিকা বাগদাদ বিমানবন্দরের বাইরে ইরানের সমর্থনকারী প্যারামিলিটারি গ্রুপের ওপর হামলা চালায়।

English summary
Iran attacks Iraqi airbase in North Bagdad where US forces have been based
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X