For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নিঃশ্বাসেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন! শ্বাসের মাধ্যমে বিশ্বের প্রথম ভ্যাকসিনের জরুরি বিষয়গুলি

এক নিঃশ্বাসেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন! শ্বাসের মাধ্যমে বিশ্বের প্রথম ভ্যাকসিনের জরুরি বিষয়গুলি

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ করোনা (Coronavirus) সংক্রমণ শুরু হয়েছিল চিনে। সেই চিনে এখনও লকডাউন (Lockdown) মাঝে মধ্যেই ঘোষণা করতে হচ্ছে। তারই মধ্যে সেখানে নিঃশ্বাসের মাধ্যমে ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় এই ধরনের ভ্যাকসিন এই প্রথম। ক্যানসিনো বায়োলজিক্স ইনক ইনহেলড কোভিড ভ্যাকসিনটি তৈরি করেছে।

জরুরি ব্যবহারের জন্য অনুমোদন

জরুরি ব্যবহারের জন্য অনুমোদন

চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন রবিবার ক্যানসিনো ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। ফলে চিনই বিশ্বের প্রথম দেশ যেখানে কোনও নিডল ছাড়াই শ্বাসের মাধ্যমে কোভিড ভ্যাকসিনের প্রথম দেশ।

শেয়ারের দাম বৃদ্ধি

শেয়ারের দাম বৃদ্ধি

তিয়ানজিন ভিত্তিক ক্যানসিনো বায়োলজিক্স ইনকের তৈরি ইনহেলড ভ্যাকসিনের কারণে সোমবার সকালে হংকং-এ এই কোম্পানির শেয়ারের দাম ১৪.৫ শতাংশ বেড়েছে। এই ভ্যাকসিনটি ২০২০-র মার্চে মানুষের ওপরে পরীক্ষা করা হয়েছিল। এটি ক্যানসিনোর ওয়ান-শট কোভিড ড্রাগের নতুন সংস্করণ। এর আগে ২০২১-এর ফেব্রুয়ারিতে ক্যানসিনোর ওয়ান-শট কোভিড ড্রাগ চালু করা হয়। তারপরে তা চিন, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া এবং হাঙ্গেরিতে পাঠানো হয়।

কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ

কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ

এর ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে তা কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই ভ্যাকসিন ২০২১-এর মার্চেই অনুমোদন পায়।
২৮ দিনের ব্যবধানে এই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। এই ভ্যাকসিন নিডলের মাধ্যমে নেওয়া অন্য ভ্যাকসিনের মতোই অ্যান্টিবডি তৈরি করে।

ট্রায়ালের সময় বেশ কয়েকজন প্রথমে ভ্যাকসিনের নিডল সংস্করণ পেয়েছিলেন। তাঁদেরকে ২৮ দিন পরে শ্বাসের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়। এক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে গবেষণায় জানানো হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয় দুই ডোজের জন্য নিডলের মাধ্যমে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন, শ্বাসের মাধ্যমে নিলে তার থেকে কম পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন হচ্ছে। শ্বাসের মাধ্যমে ভ্যাকসিন নেওয়া হলে, তা প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়ায় বলেও দাবি করা হয়েছে প্রস্তুত কারকদের তরফে।

কোনও ব্যক্তি নিজেই নিতে পারবেন

কোনও ব্যক্তি নিজেই নিতে পারবেন

শ্বাসের মাধ্যমে গ্রহণের সুবিধা থাকায় কোনও ব্যক্তি এই ভ্যাকসিন নিজেই গ্রহণ করতে পারবেন। এর প্রাথমিক শট'টি কোভিডের উপসর্গ প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকরী বলে দাবি করা হয়েছে। এছাড়াো গুরুতর রোগের বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এই কোভিড ভ্যাকসিন নেবুলাইডার ব্যবহার করে মুখ দিয়ে শ্বাস নেওয়ার জন্য তরলকে অ্যারোসোলে পরিবর্তন করে।
সিনোভ্যাক বায়োটেক লিমিডেট এহং রাষ্ট্রায়ত্ত সিনোফার্ম গ্রুপের তৈরি ৭৭০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চিনের বিভিন্ন অংশে পাঠানো হয়েছে। ক্যানসিনা বায়ো বিশ্বের বিভিন্ন জায়গায় সরবরাহের চেনও তৈরি করেছে।

ধেয়ে আসছে প্রবল ভূ-চৌম্বকীয় ঝড়! পৃথিবীতে আঘাত হানলেই বিস্ফোরিত হবে সূর্যধেয়ে আসছে প্রবল ভূ-চৌম্বকীয় ঝড়! পৃথিবীতে আঘাত হানলেই বিস্ফোরিত হবে সূর্য

English summary
Invented by China's Cansino Biologics Inc's one breath covid vaccine has got emergency permission for use.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X