For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান চলাচল: বুধবার থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা বন্ধ করছে বাংলাদেশ

বিমান চলাচল: বুধবার থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা বন্ধ করছে বাংলাদেশ

  • By Bbc Bengali

বিমান চলাচল
Getty Images
বিমান চলাচল

বাংলাদেশের কর্তৃপক্ষ আগামী বুধবার থেকে যে 'কঠোর লকডাউনের' পরিকল্পনার কথা জানাচ্ছে, তার অংশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন করা হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানাচ্ছে, বাংলাদেশে তারা এক সপ্তাহের জন্য সকল যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটের আনাগোনা নিষিদ্ধ করছে।

তবে আজ (সোমবার) ও আগামীকাল আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে। তবে অভ্যন্তরীণ রুটে কোন বিমান চলবে না।

প্রাথমিকভাবে ২০শে এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগে থেকে অবশ্য অভ্যন্তরীন ফ্লাইট বন্ধ আছে। সেটিও এই সময়ে বন্ধই থাকছে।

গত পাঁচই এপ্রিল থেকে দেশব্যাপী সাতদিনের যে লকডাউন ঘোষণা করা হয়, তখন থেকেই অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। রবিবার সেই লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও বুধবার ভোর ৬টা পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:

করোনাভাইরাস: দিশেহারা বাংলাদেশের বিমান সংস্থাগুলো

যেভাবে বিমান থেকে টেনে নামানো হল ১৯ ব্রিটিশ পর্যটককে

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

পাঁচই এপ্রিল থেকে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।
Getty Images
পাঁচই এপ্রিল থেকে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ এখন প্রতিদিন পাঁচ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হচ্ছেন, মৃত্যুর ক্ষেত্রে প্রায় প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছিল।

লকডাউন সত্ত্বেও যানবাহন চলেছে, অফিস-কারখানা খোলা রাখা হয়েছে। শেষ দিকে শপিংমল ও শহরের মধ্যে গণপরিবহনও চালু করা হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এক সপ্তাহের জন্য 'সর্বাত্মক লকডাউনের' সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

বেবিচক জানিয়েছে, আন্তর্জাতিক যাত্রী পরিবহন বন্ধ থাকলেও এই সময় মানবিক সহায়তার, ত্রাণ, কার্গো বা বিশেষ বিবেচনার বিমান চলাচল করতে পারবে। সেক্ষেত্রে যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে। আর বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

লকডাউনের কারণে বাংলাদেশে দূরপাল্লার যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার থেকে যে কঠোর লকডাউনের কথা বলা হয়েছে, সোমবার নাগাদ সেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আভাস দিয়েছেন কর্মকর্তারা।

গত বছর বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২২শে মার্চ থেকে থেকে ১০ রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

প্রথমে ১০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরবর্তীতে সেটা কয়েক দফা বাড়িয়ে দুইমাস পর্যন্ত আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

জর্দান সঙ্কটের পেছনে কি সৌদি আরবের ভূমিকা আছে?

লকডাউনে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের মানুষ, অর্থনীতিবিদদের আশঙ্কা

ভারতে কি করোনাভাইরাসের টিকার মজুদ ফুরিয়ে আসছে?

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক অব্যাহত

English summary
International flight will stop running for one week from Wedneday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X