গোটা বিশ্বজুড়ে প্রায় ২০০টি ভ্যাকসিন নিয়ে চলছে জোরদার গবেষণা! সর্বপ্রথম বাজারে আসছে কোন টিকা?
ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৩ লক্ষের গণ্ডি পার করেছে। মারা গিয়েছেন প্রায় সাড়ে ১৪ লক্ষ মানুষ। এমতাবস্থায় কড়া করোনা বিধির পাশাপাশি লকডাউন, কোয়ারেন্টাইনেও বেশি সুবিধা করতে পারেনি কোনও দেশই। শীতের কামড় পড়তেই ফের করোনার দাপাদাপি শুরু হয়েছে এশিয়া, আমেরিকা, ইউরোপে। এমতাবস্থায় ভরসা শুধু ভ্যাকসিনেই। এদিকে ভ্যাকসিন প্রস্তুতির দৌড়ে বিশ্বজুড়ে গবেষণা চলাচ্ছে প্রায় ২০০টির কাছাকাছি সংস্থা।

শেষ দফার ট্রায়ালে পৌঁছে গিয়েছে ১১টি টিকা
এদিকে সমস্ত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার মধ্যে প্রথম থেকে অন্তিম পর্যায়ের হিউম্যান ট্রায়ালে রয়েছে একাধিক দেশের প্রায় ৪৮টি করোনা ভ্যাকসিন। তাঁর মধ্যে শেষ দফার ট্রায়ালে পৌঁছে গিয়েছে ১১টি টিকা। তারমধ্যেই অক্সফোর্ড, স্পুটনিক-ভি, মোডার্নার সাথেই সমানতালে আশায় যুগিয়ে চলছে আইসিএমআর-ভারত বায়োটেকের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন'। ডিসেম্বরের শেষেই চূড়ান্ত ফলাফল সামনে আসার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

১৬৪টি সংস্থার করোনা টিকা নিয়েও চলছে জোরদার গবেষণা
অন্যদিকে আরও ১৬৪টি সংস্থার করোনা টিকা নিয়েও জোরদার গবেষণা চলছে বলে জানা যাচ্ছে। সেগুলিও যে কোনও মহূর্তে ট্রায়ালের আসরে নামতে পারে বলে খবর। এদিকে ভ্যাকসিন প্রস্তুতির দৌড়ে ইতিমধ্যেই ট্রায়াল রিপোর্ট সমানে এনে ফেলেছে তিনটি সংস্থা। তালিকায় রয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বায়ো ফার্ম সংস্থা অ্যাস্ট্রাজেনেকার হাতে তৈরি করোনা টিকা। যা ভারতের বাজারে কোভিশিল্ড নামে পরিচিত। তৈরি হচ্ছে পুনের সিরাম ইন্সস্টিটিউটের হাত ধরেই।

ডিসেম্বরেই টিকাকরণ শুরু করছে মোডার্না-ফাইজার
অন্যদিকে একাধিক জায়গায় তৃতীয় পর্বের ট্রায়াল সম্পন্ন হওয়ার পর অক্সফোর্ডের পাশাপাশি ট্রায়ালের রিপোর্ট সামনে এনেছে মার্কিন সংস্থা মোডার্না ও ফাইজার-বায়োএনটেক। বায়োএনটেকের দাবি তাদের করোনা ভ্যাকসিন মানবদেহে প্রায় ৯৫ শতাংশ কার্যকরী। ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডোজের জন্য অগ্রীম অর্ডারও পেয়ে গিয়েছে ফাইজার-বায়োএনটেক। মোট চুক্তির পরিমাণ প্রায় ১.৯ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি মোডার্নাও জানিয়েছে তাদের করোনা ভ্যাকসিনও মানবদেহে ৯৫ শতাংশ কার্যকরী। অন্যদিকে কিছুটা হতাশার খবর হলেও অক্সফোর্ড জানাচ্ছে তাদের করোনা ভ্যাকসিন মানবদেহে ৭০ শতাংশ কার্যকরী।

আশার কথা বলছে আর কোন কোন করোনা টিকা ?
এদিকে এখনও তৃতীয় পর্বের ট্রায়ালে রীতিমতো আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন। নতুন আশার কথা বলছে ন্যাজাল টিকা নোভাভ্যাক্সও। পাশাপাশি সিনোভ্যাক বায়োটেকের করোনাভ্যাকও দৌড়ে বিশেষ পিছিয়ে নেই বলে জানাচ্ছেন গবেষকরা। নিজ দেশে সাফল্য মেলার পর এবার রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভিও বিভিন্ন দেশে আশার আলো দেখাতে শুরু করেছে। আশার কথা বলচে জনশন অ্যান্ড জনশনের করোনা ভ্যাকসিনও।

বনগাঁয় দিলীপের টোপ ফেলে মাছ ধরা থেকে চায়ে পে চর্চা খবরে! শান্তনুর গরহাজিরি নিয়ে খুললেন মুখ