For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সংক্রমণ বাড়ছে দেশে, ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো সিঙ্গাপুর

‌সংক্রমণ বাড়ছে দেশে, ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো সিঙ্গাপুর

Google Oneindia Bengali News

বিশ্বের অনেক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ কম হওয়ার কারণে বহু জায়গা থেকেই তুলে নেওয়া হচ্ছে লকডাউন। তেমনি সিঙ্গাপুরে করোনা সংক্রমণ বাড়ছে তাই মঙ্গলবার এ দেশের কিছু অংশে লকডাউনের মেয়াদ বাড়িয়ে তা ১ জুন পর্যন্ত করে দেওয়া হল।

দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশি

দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশি

দেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানিয়েছেন যে দেশের শহরগুলিতে করোনা সংক্রমণ রোধের জন্যই এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, এর আগেই অধিকাংশ বন্ধ থাকা কর্মক্ষেত্র ও স্কুলগুলি ৭ এপ্রিলের বদলে ৪ মে খুলবে বলে জানানো হয়েছিল। মঙ্গলবার এই দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,১১১ জন এবং এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা এ দেশে ৯,১২৫ জন। যা দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। জনাবহুল এলাকায় অবস্থিত ছাত্রাবাসগুলিতে থাকা বিদেশী কর্মীদের মধ্যে প্রায় ৮০% সংক্রমণের কারণ বলে জানা গিয়েছে।

সংক্রমণহীনদের থেকে ছড়িয়েছে এই রোগ

সংক্রমণহীনদের থেকে ছড়িয়েছে এই রোগ

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ছাত্রাবাসে থাকা বিদেশি কর্মীদের পরীক্ষার পরই তাঁরা করোনা আক্রান্ত জানা যায়, এমনকী এঁদের মধ্যে অনেকেই সংক্রমণহীন ছিলেন। লি টেলিভিশনে এক ভাষণে জানিয়েছেন যে ছাত্রবাসগুলি থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। অপ্রয়োজনীয় ব্যবসা ও স্কুল আগেই ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হলেও তা ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল।

খোলা থাকবে প্রয়োজনীয় পরিষেবা

খোলা থাকবে প্রয়োজনীয় পরিষেবা

লি জানিয়েছেন যে সরকার বেশিরভাগ কর্মক্ষেত্র বন্ধ করে দিয়েছে শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা খোলা রাখা হবে। তিনি জানান, কিছুদিনের যন্ত্রণা এই ভাইরাসকে বধ করার জন্য খুবই জরুরি ও ব্যবসা এবং কর্মীদের জন্য আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

English summary
Earlier today, the city-state reported 1,111 new cases to take its total to 9,125, the highest in Southeast Asia. Foreign workers staying in crowded dormitories account for nearly 80% of infections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X