For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেপসিকো-য় শেষ হচ্ছে ইন্দ্রা নুয়ী যুগ! ২৪ বছর পরে ছিন্ন হচ্ছে গাঁটছড়া

এক যুগ পরে পেপসিকো-র সিইও পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্দ্রা নুয়ী।

  • |
Google Oneindia Bengali News

এক যুগ পরে পেপসিকো-র সিইও পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্দ্রা নুয়ী। ১২ বছর দায়িত্ব সামলানোর পরে অক্টোবরের শুরুতে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাবেন রামন লাগুয়ার্তাকে। ৩ অক্টোবর পদে আসবেন রামন। এমনটাই জানিয়েছে পেপসিকো।

পেপসিকো-য় শেষ হচ্ছে ইন্দ্রা নুয়ী যুগ

গত ২৪ বছর ধরে পেপসিকোতে কাজ করছেন ইন্দ্রা নুয়ী। ৬২ বছরের ইন্দ্রা ২০১৯ সালের শুরু পর্যন্ত পেপসির বোর্ডে থাকবেন বলে জানা গিয়েছে। পেপসিকোতে গ্লোবাল অপারেশনস, কর্পোরেট স্ট্র্যাটেজি, পাবলিক পলিসি ও গভর্মেন্ট অ্যাফেয়ার্সের দিকগুলি সামলেছেন ইন্দ্রা।

প্রেসিডেন্ট হওয়ার আগে পেপসিকো-র ইউরোপ, সাব সাহারান আফ্রিকা ডিভিশনের দায়িত্বও সামলেছেন ইন্দ্রা। ২০০৬ সালে ইন্দ্রা দায়িত্ব নেওয়ার পরে কোম্পানির শেয়ার ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংস্থা জানিয়েছে।

আইআইএম কলকাতা থেকে পাস করার পরে ইন্দ্রা ইয়ালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ইন্দ্রা এই বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বলেছেন, ২৪ বছর পেপসিকো আমার ধ্যানজ্ঞান ছিল। আমি চলে গেলেও হৃদয় এখানেই থাকবে। পেপসিকো আরও ভালো করবে বলেই আমার আশ্বাস।

English summary
Indra Nooyi to step down as PepsiCo CEO, Ramon Laguarta to succeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X