For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ায় যানজটে আটকে প্রাণ গেল ১২ জনের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জাভা, ৯ জুলাই : ইন্দোনেশিয়ার জাভায় যানযটে আটকে প্রাণ গেল ১২ জনের। তিন দিন ধরে টানা ট্রাফিক জ্যাম হয়ে ছিল দীর্ঘ ২১ কিলোমিটার রাস্তা জুড়ে। যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। [ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে 'ব্রিজ বাস']

রমজানের সময়ে প্রতিবছরই জাভার ব্রেবেস শহরের এই রাস্তায় ট্রাফিকের বেহাল দশা থাকে। এবছর সেটা মারাত্মক পর্যায়ে পৌঁছয়। ঈদ উৎযাপন করতে বহু নাগরিক গ্রামে ফিরতে চেয়ে হাইওয়ের রাস্তা ধরেছিলেন। কিন্তু তাতে বিপদ আরও বাড়ে। একসঙ্গে প্রায় দশ হাজার গাড়ি আটকে পড়ে। এমনটাই জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রকের মুখপাত্র হেমি প্রামুরাহার্য। [বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতুর উদ্বোধন হল চিনে]

ইন্দোনেশিয়ায় যানজটে আটকে প্রাণ গেল ১২ জনের

ঈদের আগে গত ৩-৫ জুলাই পর্যন্ত এই ট্রাফিক জ্যাম ছিল। যার জেরে এতজন মানুষের প্রাণ গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ ছিলেন। অনেকে ক্লান্তির কারণে অনেকে আবার অসুস্থ হয়ে প্রাণ দিয়েছেন। এর মধ্যে একটি এক বছরের শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। [ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!]

সরকারি তরফে জানানো হয়েছে, রাস্তার পাশের হকার, দোকান ও জনবহুল বাজারের কারণে জাভার যেকোনও রাস্তাতেই এখন এমন ভিড় হচ্ছে। এর সমাধান কীভাবে বের করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। [বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডের এক খামারবাড়িতে]

প্রসঙ্গত, অত্যধিক বেশি জনবহুল হওয়ার কারণে জাভার রাস্তায় তার চাপ এসে পড়ছে। বেশিরভাগ রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এইবছর উৎসবের মরশুমে অন্তত ৪০০ জন বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে।

English summary
Indonesia traffic jam: 12 die in massive Java gridlock during Ramadan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X