পরপর আফটারশকে আতঙ্ক বাড়ছে ইন্দোনেশিয়ায়! ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৫
করোনা আবহে ধর্মে আস্থা রেখেই উৎসব করা থেকে বিরত থাকেনি দেশবাসী। সেই পরিস্থিতিতে দিওয়ালি, দুর্গাপুজোর সময় সংক্রমণের গ্রাফ চূড়োতে পৌঁছেছিল দেশে। ডিসেম্বরে অবশ্য সেই সংখ্যা নামতে শুরু করে। তবে মকর সংক্রান্তি উপলক্ষে ফের সচেতনতা ভুলে কয়েক লক্ষ মানুষের গঙ্গা স্নান ঘিরে ফের আশঙ্কা বাড়ল দেশে।

৬.২ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়
সুলাওয়েসির রাজধানী মামুজুর থেকে ৩৬ কিলোমিটার দুরে ৬.২ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থান ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীর। পশ্চিম সুলাওয়েসির প্রশাসনিক সচিব মহম্মদ ইদ্রিস জানিয়েছেন মামুজুতে গভর্নরের অফিস ভবন ভেঙে পড়েছে। সুলাওয়েসির প্রাদেশিক রাজধানী মামুজুতে প্রাথমিক ভাবে সাত জনের মৃত্যু হয়েছে।

রাত একটা নাগাদ ভূমিকম্প আঘাত হানে
থানীয় সময়, রাত একটা নাগাদ ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে হাজার হাজার বাসিন্দা বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। প্রাথমিক হিসেবে প্রায় একশো বাড়ির ক্ষতি হয়েছে। প্রায় সাত সেকেন্ডের মতো সময় ধরে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। বাসিন্দাদের মধ্যে সুনামি আতঙ্ক দেখা দিলেও, তবে সেখানে কোনও রকমের সুনামি সতর্কতা দেওয়া হয়নি।

বহু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে
বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি হোটেলও রয়েছে এর মধ্যে। এছাড়াও গভর্নরের অফিস, মলেরও ক্ষতি হয়েছে। ব্রিজের ক্ষতি হওয়ায় মামুজু যাওয়ার একটি রুট বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবারেই এই একই জেলাতেই ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পেও প্রচুর ক্ষতি হয়েছিল। ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সি জানিয়েছে গত ২৪ ঘন্টায় তিন দ্বীপপুঞ্জে একের পর এক ভূমিকম্প হয়েছে। যার জেরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।