For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের আগে যৌনসম্পর্ক অবৈধ করার আইনের বিরেুদ্ধে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

বিয়ের আগে যৌনসম্পর্ককে নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। এই আইন পাস হলে প্রেসিডেন্টকে অবমাননাও অবৈধ হিসেবে বিবেচিত হবে।

  • By Bbc Bengali

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌনসম্পর্ককে নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

জাকার্তায় সংসদের বাইরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের
Reuters
জাকার্তায় সংসদের বাইরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের

ইন্দোনেশিয়ার সংসদের সামনে ছাড়াও অন্যান্য শহরেও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

ঐ আইন অনুযায়ী অধিকাংশ গর্ভপাত অপরাধ হিসেব চিহ্নিত হবে এবং প্রেসিডেন্টকে অবমাননাও অবৈধ হিসেবে বিবেচিত হবে।

প্রস্তাবিত বিলটি পাস হতে দেরি হলেও বিক্ষোভকারীরা মনে করছেন শেষ পর্যন্ত সংসদে বিলটি অনুমোদিত হতে পারে।

বিতর্কিত বিলটিতে কী রয়েছে?

প্রস্তাবিত নতুন অপরাধ আইনে যা যা রয়েছে -

  • বিয়ের আগে যৌনসম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
  • বিয়ে ছাড়া একসাথে বসবাসের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তি
  • প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের মত প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে
  • চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড

প্রাথমিকভাবে মঙ্গলবার সংসদে এই বিলটির বিষয়ে ভোট হওয়ার কথা ছিল - তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার পর্যন্ত ভোট স্থগিত করেন।

তিনি বলেছেন, নতুন আইন বাস্তবায়নের আগে আরো বিবেচনা প্রয়োজন।

আরো পড়তে পারেন:

যৌন নিপীড়ন: রাম মন্দির আন্দোলনের নেতা গ্রেফতার

বাংলাদেশে গোপনে যৌন উত্তেজক ঔষধের কাঁচামাল আসছে কেন

কর্মস্থলে যৌন হয়রানীর শিকার নারী যা করতে পারে

পুলিশের ওপর বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারলে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে
Reuters
পুলিশের ওপর বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারলে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে

কেন বিক্ষোভ করছে মানুষ

বিলটি পাস হওয়ার ক্ষেত্রে বিলম্ব হলেও অনেক ইন্দোনেশিয়ানেরই আশঙ্কা - সংসদে এই বিলটি পাস হতে পারে।

আর কয়েকদিন আগে দেশটির দূর্নীতি দমন সংস্থা 'করাপশন ইর‍্যাডিকেশন কমিশনের' ক্ষমতা সীমিত করে আইন পাস করার ঘটনা নিয়েও ক্ষোভ রয়েছে ইন্দোনেশিয়ার মানুষের মধ্যে।

মঙ্গলবার কী হয়েছে?

ইন্দোনেশিয়ার অনেক শহরের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসেন, যাদের অনেকেই ছাত্র।

মূল বিক্ষোভ হয় রাজধানী জাকার্তায় - বিক্ষোভকারীরা সংসদের স্পিকার বামবাং সোয়েসাতেয়ো'র সাথে দেখা করার দাবি জানান।

আরো পড়তে পারেন:

ব্রিটিশ সংসদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর কী?

এমপি, যুবলীগ নেতাসহ দশজনের ব্যাংক হিসাব তলব

মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীরা কেন ঝরে পড়ছে?

বিক্ষোভে অংশগ্রহণকারী অধিকাংশই ছিল ছাত্র
AFP
বিক্ষোভে অংশগ্রহণকারী অধিকাংশই ছিল ছাত্র

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়লে পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে।

বিক্ষোভরত এক নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়: "আমার দেহ কোনো সরকারের সম্পত্তি নয়"।

সুলাওয়েসি দ্বীপের ইয়োগিয়াকার্তা ও মাকাসা সহ আরো কয়েকটি জায়গায় দ্বিতীয় দিনের মত বিক্ষোভ চলেছে।

পশ্চিম জাভা'র ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্র ফুয়াদ ওয়াহইউদিন রয়টার্সকে বলেন, "দূর্নীতিবিরোধী সংস্থা দূর্নীতির বিরুদ্ধে নয় বরং দূর্নীতিবাজদের পক্ষে। এই নতুন আইনের বিরোধিতা করতে সংসদে যাবো আমরা।"

জাকার্তায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

English summary
Indonesia protests against law prohibiting sex before marriage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X