For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যান্ডের পারফরম্যান্সে মাত্রাতিরিক্ত ভিড়, চাপে অজ্ঞান ৩০ জন, বন্ধ হল পারফর্মেন্স

Google Oneindia Bengali News

ইন্দোনেশিয়ার বিখ্যাত ব্যান্ড কে পপ এনসিটি ১২৭। তাঁরা তাঁদের পারফরম্যান্স বন্ধ করতে বাধ্য হল। কারণ ভিড়ের মধ্যে ৩০ জন অজ্ঞান হয়ে যান। এমনটাই জানিয়েছে পুলিশ। ইন্দোনেশিয়াতেই সম্প্রতি এক খেলার মাঠে ১৩০ জন মারা যান এমনইভাবে ধাক্কাধাক্কির জন্য। এর মধ্যে ছিল ৪০ জন শিশুও। এটা ছিল ফুটবল মাঠের অন্যতম খারাপ ঘটনা।

কী বলছে পুলিশ?

কী বলছে পুলিশ?

পুলিশ মুখপাত্র জানিয়েছেন এন্দ্রা জুলপান বলেছেন, "জাকার্তার কাছে এই ঘটনা ঘটেছিল। সেটি প্রায় ২ ঘণ্টা ধরে চলে। জানা গিয়েছে ফ্যানেরা গানের তালে তালে এগিয়ে যেতে থাকে। স্টেজের কাছে সবাই যেতে চাইছিল। আর এতেই ঘটে যায় দুর্ঘটনা।

 ৩০ জন অজ্ঞান

৩০ জন অজ্ঞান

৩০ জন কনসার্ট দেখতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আরও বড় কোনও ঘটনা ঘটতে পারত। তা থেকে বাঁচাতে আমরা দ্রুত অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হই।

প্রবল ধাক্কা

প্রবল ধাক্কা

জানা গিয়েছে পিছন থেকে প্রবল ধাক্কা আসতে শুরু করে আর এতেই ব্যারিকেড এবং ফেন্স ভেঙে যায়। একজন বলেছেন যে, "আমরা খুবই হতাশ এই ফ্যানেদের জন্য যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। বার বার বলা হচ্ছিল যে পিছন থেকে যেন ঠেলা না হয়। কিন্তু কেউ কথা শোনেনি। এই তালিকায় ছিল এনসিটি'র ১২৭ জন সদস্যও। ওরাও শোনেনি। শুধুমাত্র ভালো ফুটেজের জন্য তারাও সমানে এগিয়ে যেতে থাকে। এর ফল হয় এই ঘটনা।

শনিবার কনসার্ট করতে বলা হয়েছে এনসিটি ১২৭কে। যা হবে আজকে হবে। তবে যারা ভক্ত রয়েছেন তাঁদের সঙ্গে যাতে ব্যান্ডের বড় দূরত্ব থাকে সেই কথা বলা হয়েছে।

সুরক্ষার দায়িত্বে

সুরক্ষার দায়িত্বে

কনসার্টের সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাঁরা জানিয়েছেন যে, "আজ কনসার্ট হবে কিন্তু দর্শক এবং শ্রোতারা যাতে সেরা ভিউ এবং শুনতে পান সেই আয়োজন করা হচ্ছে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, "আমরা দর্শকদের হতাশ করেছি আমাদের প্রথম কনসার্টে। আশা করছি এবারে আর সেই সমস্যা হবে না। প্রত্যেকের সুরক্ষার কথা ভেবেই আমরা পারফর্ম করব।

গত সপ্তাহেও একই ঘটনা ঘটেছিল যখন বারদেন্দং বারগয়াং মিউজিক ফেস্টিভ্যালে ৩০ জন অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই একই কারণে। একই ভাবে হলোইন পার্টিতে সিওলে অতিরিক্ত ভিড়ের চাপে মারা গিয়েছিলেন প্রায় ১৫০ জন। তার মাঝেই এই ঘটনা যা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে। কেন বারবার ইন্দোনেশিয়াতে এরকম ঘটনা ঘটছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঠিক কোথায় সমস্যা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

English summary
band performance havoc jam cause stampede
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X