For Quick Alerts
For Daily Alerts
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের গুলিবিদ্ধ ভারতীয়
ফের মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ এক ভারতীয়। এবার ক্য়ালিফোর্নিয়াতে এক ভারতীয় ছাত্রের ওপর হামলা চালায় আততায়ী। ঘটনার জেরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আহত ভারতীয় ছাত্র মুবিন আহমেদকে।
২৬ বছরের মুবিন ভারতের তেলাঙ্গানার বাসিন্দা । জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি দোকানে তিনি পার্ট টাইম কাজ করতেন। সেখানেই তাঁকে গুলি করা হয়। উল্লেখ্য,মুবিন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের MS এর ছাত্র।

আপাতত গুরুতর জখম মুবিন ভর্তি রয়েছেন ক্যালিফোর্নিয়ারই এক হাসপাতালে। সেখানে আই সিইউতে ভর্তি রয়েছেন তিনি। মুবিনের পরিবারের তরফে,এই ঘটনার কথা জানানো হয় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে।