For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারিকেন 'হার্ভে'-র মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে জলাশয়ে তলিয়ে মৃত ১ ভারতীয়

হারিকেন হার্ভে ঝড়ের দুর্যোগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লেক-এ সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ২ ভারতীয় পড়ুয়া।

  • |
Google Oneindia Bengali News

হারিকেন হার্ভে ঝড়ের দুর্যোগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লেক-এ সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ২ ভারতীয় পড়ুয়া। কোনও মতে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এই পড়ুয়াদের মধ্যে একজন; নিখিল ভাটিয়া হাসপাতালে মৃ্ত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষে মারা গেলেন।

হারিকেন 'হার্ভি'-র মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে জলাশয়ে তলিয়ে মৃত ১ ভারতীয়

এর আগে , টেক্সাসে দুর্ঘটনার দিন নিখিলের সঙ্গে সাঁতার কাটছিলেন তাঁর অপর ভারতীয় সঙ্গী শালিনী সিং। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। উল্লেখ্য, পাবলিক হেল্থ -এ স্নাতকোত্তর পাঠে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নিখিল। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। অনেকেই মনে করছেন লেক-এ সাঁতার কাটবার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আর তার জেরেই মৃত্যু ঘটে নিখিলের। হাসপাতালে এখনও আশঙ্কাজনক শালিনী।

হারিকেন 'হার্ভি'-র মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে জলাশয়ে তলিয়ে মৃত ১ ভারতীয়

[আরও পড়ুন:একনাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ে জনজীবন স্তব্ধ, জলছবি দেখলে আঁতকে উঠবেন][আরও পড়ুন:একনাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ে জনজীবন স্তব্ধ, জলছবি দেখলে আঁতকে উঠবেন]

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টনের হারিকেন হার্ভে ঝড়ের জেরে মারা গিয়েছেন ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বার আশঙ্কা করা হচ্ছে। ৬ দিন ধরে টানা ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাউস্টনের বিভিন্ন এলাকা। প্রচুর জায়গায় বন্যায় বিপদগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যাকবলিত বেশিরভাগ মানুষকেই পাঠানো হচ্ছে লুসিয়ানায়। এখনও পর্যন্ত প্রায় ৩০০০ জনকে উদ্ধার করা হয়েছে। এমনি দাবি হাউস্টন প্রশাসন সূত্রের।

English summary
A 24-year-old Indian student Nikhil Bhatia died after braving coma in ICU for two days. Bhatia had drowned in a lake in the Texas. The state was depredated by Hurricane Harvey forcing thousands of people to flee home. At least 200 Indian students were rescued from the University of Houston campus by Consul-General on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X