For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে আবার সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতের পুলিশ, জানে না বাংলাদেশ

আসামের করিমগঞ্জের যে এলাকায় এই সুড়ঙ্গটি পাওয়ার কথা জানিয়েছে ভারতের পুলিশ, তার অন্যপাশেই বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা।

  • By Bbc Bengali

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল
Getty Images
ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল

ভারতের আসাম আর বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতের পুলিশ।

এই সুড়ঙ্গটি চোরাচালান, অপহরণসহ নানা অপরাধে ব্যবহার করা হতো বলে ধারণা করছেন ভারতীয় কর্মকর্তারা।

তবে এই বিষয়ে বাংলাদেশের পুলিশের কিছু জানা নেই বলে পুলিশ জানিয়েছে।

কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, গত রোববার আসামের করিমগঞ্জে একটি গ্রামের একজন বাসিন্দাকে অপহরণ করা হয়।

পরে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটি বাংলাদেশের নম্বর ছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ।

এই ঘটনার তদন্ত শুরু করে একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এর মধ্যেই অপহৃত ওই ব্যক্তি মুক্তি পেয়ে এসে সুড়ঙ্গের বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করে।

আরও পড়তে পারেন:

সীমান্ত হত্যা নিয়ে বিএসএফের যুক্তি মানছে না বিজিবি

'সীমান্তে বাংলাদেশীদের পাখির মত গুলি করে মারছে ভারত' দাবি বিএনপির

সীমান্তে অপরাধ কমলেই প্রাণহানি বন্ধ হবে, যুক্তি বিএসএফের

বাংলাদেশ-ভারত সীমান্তে এতো প্রাণহানি কেন?

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া
Getty Images
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া

পুলিশ বলছে, সুড়ঙ্গটি বন্ধ করে দেয়ার জন্য তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে জানিয়েছে। তারা এখন সেটি বন্ধ করার কাজ করছে।

আসামের করিমগঞ্জের যে এলাকায় এই সুড়ঙ্গটি পাওয়ার কথা জানিয়েছে ভারতের পুলিশ, তার অন্যপাশেই বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা।

জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোন সুড়ঙ্গ পাওয়ার তথ্য তাদের জানা নেই। এরকম কোন সুড়ঙ্গের অস্তিত্ব আছে বলেও তারা শোনেন নি।

তবে বাংলাদেশ ও ভারতের সীমান্তে কোন সুড়ঙ্গ পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও দুই দেশের সীমান্তের বিভিন্ন এলাকায় সুড়ঙ্গ খুঁজে পাওয়ার ঘটনা ঘটেছে।

২০১৭ সালে মেঘালয়ের তুরা সেক্টরে কাঁটাতারের বেড়ার কাছে ৫০ ফুট লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছিল বিএসএফ। পরের মাসেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ফতেপুর সীমান্ত চৌকির কাছে একটি অসমাপ্ত সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়।

টহলদারি বেড়ে যাওয়ার কারণে পাচারকারী ও অপরাধীরা সীমান্তে এরকম সুড়ঙ্গ খুঁড়ে তাদের কর্মকাণ্ড চালায় বলে মনে করছে পুলিশ।

বাংলাদেশ ও ভারতের মধ্যে আড়াই হাজার মাইল সীমান্ত রয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

ভারত থেকে ভ্যাকসিন কিনতে রবিবার অর্থছাড় করবে বাংলাদেশ

দশ মাসে কী শিখলো শিক্ষার্থীরা? কবে খুলবে স্কুল?

চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধের পরিমাণ বাড়াতে চায় ইরান

করোনাভাইরাস: কর্মহীনদের কাজের আওতায় আনা বড় চ্যালেঞ্জ

English summary
Indian police have found a tunnel on the border again, Bangladesh does not know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X