For Quick Alerts
For Daily Alerts
ব্রিটেনের অর্থমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত, নাম ঘোষণা করলেন বরিস জনসন
ব্রিটেনে অর্থমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। তিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি জামাইও বটে। মন্ত্রিসভার রদবদলের সময় অর্থমন্ত্রী হিসেবে ঋষির নাম ঘোষণা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতীয় বংশোদ্ভুতোর নতুন পদ প্রাপ্তিতে নতুন করে আশার আলো দেখছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রা।

এর আগে ব্রিটেনের সরকারি পদে আরেক ভারতীয় জায়গায় করে নিয়েছেন। তিনি প্রীতি পাটেল। জনসন ক্ষমতায় আসার পরেই ব্রিটেনে সরকারি পদে ভারতীয় বংশোদ্ভুতদের জায়গা পাকা হয়ে গিয়েছে। বরিস জনসন আসার আগে পর্যন্ত ব্রিটেনে পাকিস্তানি বংশোদ্ভুতদের উচ্চ পদে বসের প্রবণতা বেশি ছিল।
সূত্রের খবর এবছরই ব্রেক্সিট শুরু করতে পারে ব্রিটেন। তবে এখনও তার জন্য প্রস্তুত হয়নি দেশবাসী। সেকারণেই এই মন্ত্রিসভার রদবদল বলে মনে করা হচ্ছে।