For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত শিশুর অপহরণ, বিক্ষোভ জনতার

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকায় বছর আটেকের ভারতীয় বংশোদ্ভূত মেয়ের অপহরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে সেখানে ব্যাপকভাবে প্রতিবাদ হচ্ছে। পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে কেপ টাউনে। আর এর জেরেই সেখানে প্রতিবাদ করেছেন ওই শহরের মানুষ।

ওই শিশুর পরিচয়

ওই শিশুর পরিচয়

জানা গিয়েছে যে ওই শিশুর নাম আবিরা দেখতা। সে রিলান্ড প্রাইমারি স্কুলের পড়ুয়া। তাঁকে গত ৪ নভেম্বর অপরহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরহরণ করা হয় তাঁর স্কুলে নিয়ে যাবার গাড়ি থেকেই। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যায় বলে জানা গিয়েছে। সে তাঁর আর এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। তখনই ঘটে ওই ঘটনা।

 মা বাবা ভারতীয়

মা বাবা ভারতীয়

জানা গিয়েছে অপহৃত ওই শিশুর মা বাবা কেপটাউনে এসেছেন কিছুদিন আগে। তাঁর বাবা একটি মোবাইল ফোনের দোকান চালায়। এই ঘটনার পড়ে ১০ দিন কেটে গিয়েছে কিন্তু পুলিশ এই বিষয়ে কোনও সঠিক তথ্য দিয়ে পারেনি। এখন তাঁরা নিরুত্তর। এতেই ক্ষব্ধ জনতা। তাঁরা যেখানে থাকে কেপটাউনের গেটসভিলে অঞ্চল। এটি ভারতীয় অধ্যুষিত অঞ্চল। তাঁরাই কর্তৃপক্ষের থেকে এই ঘটনার সমাধান চাইছেন। উত্তর না পেয়ে ক্ষুব্ধ তাঁরা।

মুক্তিপণ নিয়ে মেলেনি খবর

মুক্তিপণ নিয়ে মেলেনি খবর

কোনও মুক্তিপণ চাওয়া হচ্ছে কি না সেই বিষয়েও কোনও তথ্য মেলেনি। শত শত গেটসবিলের মানুষ এর প্রতিবাদে নেমেছেন। তাঁরা থানায় গিয়েছেন এবং ওই শিশুকে সুস্থ অবস্থায় দ্রুত ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন। স্বাভাবিকভাবে দাবি উঠছে ওই অপহরণকারিদের গ্রেফতারিরও।

প্রতিবাদ

প্রতিবাদ

স্কুলের ছাত্ররাও এর প্রতিবাদে নেমেছে। শান্তিপূর্ণ ভাবে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। স্কুলের মাঠেই তাঁরা প্রতিবাদ দেখান। তাঁরা প্ল্যাকার্ড নিয়ে নাগাড়ে ব্রিং ব্যাক আবিরা এমন স্লোগান দিয়ে যাচ্ছে। তাঁরা আবার কেউ বলছেন আমাদের বন্ধুকে ফিরিয়ে দাওয়ের মতো স্লোগানও।

দক্ষিন আফ্রিকার পুলিশ এবং এলিট হকের মুখপাত্র বলেছেন তাঁরা কাউকে এখন কোনও তথ্য দিচ্ছেন না এই বিষয়ে, কারণ এই ঘটনা বেশ স্পর্শকাতর এবং মেয়েটির জীবনের ক্ষতি হয়ে যেতে পারে।

যদিও এলাকার মানুষ বলছেন কোনও তথ্য না পেয়ে তাঁরাও বেশ বিরক্ত। গত বছর একের পর এক ব্যবসায়ীদের সন্তানদের অপহরণ করা হচ্ছিল। তবে এই বিষয়ে কথা বলতে নারাজ শিশুর মা ও বাবা। দক্ষিণ আফ্রিকায় আচমকাই গত বছর থেকে বেড়েছে এই সমস্যা। তার মধ্যেই ঘটেছে এই ঘটনা। পুলিশ এই ঘটনা নিয়ে খুব উদ্বিগ্ন।

দিল্লি- মেহরৌলি রোমহর্ষক হত্যাকাণ্ডে নেপথ্যে কি 'লাভ জিহাদ', তদন্তের দাবি বিজেপি বিধায়কেরদিল্লি- মেহরৌলি রোমহর্ষক হত্যাকাণ্ডে নেপথ্যে কি 'লাভ জিহাদ', তদন্তের দাবি বিজেপি বিধায়কের

English summary
kidnap case in south africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X