For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কূলভূষণ যাদবকে ভারতের আইনি সাহায্যের সুযোগ দিল পাকিস্তান

আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনেই অবশেষে কূলভূষণ যাদবকে ভারতের আইনি সাহায্য নেওয়ার অনুমতি দিল পাকিস্তান। আগামিকাল থেকেই ভারতীয় আধিকারিকরা কূলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন।

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনেই অবশেষে কূলভূষণ যাদবকে ভারতের আইনি সাহায্য নেওয়ার অনুমতি দিল পাকিস্তান। আগামিকাল থেকেই ভারতীয় আধিকারিকরা কূলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন। এতদিন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতাবাদের কোনও আধিকারিকেরই কূলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না।

গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কড়া নির্দেশ দিয়েছিল ভারতীয় চর সন্দেহে ধৃত কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজার পুণর্বিবেচনা করতে হবে। এবং আত্মপক্ষ সমর্ছনের জন্য কূলভূষণকে ভারতের আইনি সাহায্য নেওয়ার অনুমতি দিতে হবে। সেই রায় দানের একমাস কাটার আগেই পদক্ষেপ করল পাকিস্তান। ভারতের আইনিসাহায্য পাওয়ার সুযোগ দিল কূলভূষণ যাদবকে।

কূলভূষণ যাদবকে ভারতের আইনি সাহায্যের সুযোগ দিল পাকিস্তান

আন্তর্জাতিক আদালতে ভারত দাবি করেছিল কূলভূষণকে মৃত্যুদণ্ড দিয়ে পাকিস্তান ভিয়েনাচুক্তি লঙ্ঘন করছে। কূলভূষণ যাদবকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই পাকিস্তানের সেনা আদালত তাঁকে মৃত্যু দণ্ডের সাজা শোনায়। পাকিস্তানের এই সুযোগ দেওয়ার কথা জানার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, আমার বিশ্বাস কূলভূষণ বিচার পাবেন।

প্রাক্তন নৌসেনা আধিকারিক কূলভূষণ যাদবকে ইরান থেকে অপহরণ করে আইএসআই পাক সেনার হাতে তুলে দেয় বলে অভিযোগ করেছিল ভারত। যদিও পাকিস্তানের দাবি ভারতের হয়ে চরবৃত্তি করা জন্য ইরান হয়ে বালোচে ঢুকেছিল কূলভূষণ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ফাঁসির সাজার কথা প্রকাশ্য আসার পরেই আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে নালিশ ঠোকে ভারত। তাতে অবশ্য কূটনৈতিক জয় হয়েেছ ভারতেরই।

English summary
Indian officials can meet Kulbhushan Jadhav on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X